পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

বিভাগীয় সম্পাদক

        




আর মাত্র কয়েকদিন। তারপরই দেবীপক্ষের শুরু। দাঁতাল অতিমারীর রেশ কাটিয়ে ফের মহোৎসবের দিন গুনছে উল্লাসপ্রিয় বাঙালি। অসুখের গভীর আঁচড় হোক বা প্রকৃতির ভয়ঙ্কর খামখেয়াল, টালমাটাল দৈনন্দিন বা চূড়ান্ত ঘুণ-লাগা রাজনৈতিক আবহ, এ সবকিছু উপেক্ষায় রেখে ধ্রুবের মতোই দাঁড়িয়ে মিলনপরবের বর্ণাঢ্য হাতছানি। শিউলি-কাশের দুধশাদা স্পন্দনে, আদ্যাশক্তির আগমনী দখিনায় ভরে উঠেছে পল্লী থেকে নগরী। অবশ্যম্ভাবী বিজয়াটি বুকে নিয়েও ক্ষণিকের উদ্বেল মানসমেলা ও পার্বণী ছলাৎছলে ভেসে যাব আমরা সক্কলে... 


সেই সন্ধিসুরেই অমরা হয়ে উঠুক বিশ্বচরাচর। তানে তানে মোক্ষমন্ত্র হোক বাংলা কবিতাও...


চিত্র - ঋজু 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন