১.
মীড় খুলে
বাতাস থেকে ডেকে আনছে
কে কার হাত?
কেকা ধ্বনি থেকে তুলে আনা ধ্বংসস্তূপের
কূটনীতি ঘিরে পাহারা দিই রোগগ্রস্ত শরৎ
আর রক্তে রক্তে দেখি পদ্মের প্রহেলিকা
যেখানে মায়া না ভরে উঠলেও
আলো ছড়িয়ে দিচ্ছে শৌখিন দানা
২.
অপরাধপ্রবণ হওয়ার আগে
সমস্ত যন্ত্রণার ওষুধ খেয়ে ফেলেছ তুমি
একটা অসাড় ঘড়ি
হাত থেকে খুলে যেতে যেতে
জন্ম নিলো গাছেদের সাথে কথা বলে
এসব সময় তুমি দেখেছ রক্তের বাতাস
ও নাড়ির স্পন্দন
আর বরফে ঢেকে যাওয়া মেয়েদের পোশাকে আঁকা
উজ্জ্বল পাইন পাতার বায়ো-মিমিক্রি
ভালো লাগল।
উত্তরমুছুনহৃদয়ের খুব কাছের...
উত্তরমুছুনদুটি কবিতা।
উত্তরমুছুনতাই সময় নিয়ে পড়লাম। চেষ্টা করলাম নিজের মত অনুভব করার।
একসাথে অনেকগুলি হলে (বিশেষ করে শানুর লেখা) মাথায় চাপ পড়ে।