পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

মানসী কবিরাজ

                           



মাথুর

১ ।

এবারের  শীত জানি  আগের চেয়েও 

বেশী রাশভারী । 

 এবং

আমার কোনও খড়কুটো নেই অবশেষ 

তবুও

স্বরলিপি না শিখে  বাজাই 

আশাবরী রাগ

ঘন হয় নদীর জ্যামিতি

অথচ তার উদাসীন হাত 


খোলে না

স্নানের কপাট  


২ ।

বলিরেখা গড়িয়ে  নামে 

হলাহল কূট

আমি  ফেনার সাঁতারে  মাখি 

অমৃত-বুদবুদ ।



৪ ।

 ব্যারোমিটারের গায়ে ধুম জ্বর ;


৫ ।

সে বাঁশিটি বাজিয়ে বাজিয়ে 

খোঁজে ,

চন্দ্রাবলী- জল 

আমি  

হারানো নূপুর 

আর 

যমুনার ছল ; 


৬ ।


বৃন্দাবন থেকে 

 কোনও মেঘ , 

মথুরায় যায় না আর


গ্রামাফোনে গান বাজে

বেগম আখতার

1 টি মন্তব্য: