পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

পৌলমী দেব

                                           


# প্রত্নতত্ব

নদীর গতিপথ পরিবর্তন সভ্যতা ধ্বংসের অন্যতম কারণ..

মেয়েকে পড়াতে বসে নতুন করে চোখে পড়লো কথাটা

মুহূর্তের মধ্যে যেন খুলে গেলো অনেক ভাঙ্গনের উৎসমুখ

যাকে কেন্দ্র করে গড়ে ওঠে ভালোবাসার বেসাতি
তারই স্রোত যদি বইতে থাকে অন্য খাতে
তাহলে চড়া তো পড়বেই
কমতে থাকবে মন ঘনত্ব 

ঘাটতি হবে আশা প্রত্যাশার বাণিজ্যে
নৌকার দাঁড়ে জমবে ধুলো
স্থবির হবে ঢেউয়ের সাথে প্রাণের খেলা

সময়ের সমানুপাতে দূরত্ব বাড়তে বাড়তে
শেষ পর্যন্ত মিলিয়ে যাবে অন্য আলোকবর্ষে 
 
পড়ে থাকবে নষ্ট ইতিহাসের জলছাপ

                     *****


# আপেক্ষিক দূরত্ব

রূপকথা বাসি হলে বাস্তব হয়ে যায়

তাই সোনালী প্রজাপতি পুষিনা সিন্দুকে

পাহাড়ের খুব কাছে গেলে স্বপ্নে দেখা 
পাগলাঝোরা যদি খুঁজে না পাই
তাই দূর থেকেই তারিফ করি

জঙ্গলের গোপন ভাঁজ খোলার চেষ্টা করিনি কখনও

মাপার চেষ্টা করিনি অতলান্তিকের গভীরতা

তুমিও ছুঁতে চেওনা আমায়

রেখে দাও অবচেতনের জোনাকি করে

রহস্য হয়ে থাকতে দাও, তোমার গল্পের উপসংহারে

                      *****

# প্রতিবিম্ব

ইদানিং দরজায় কড়া নাড়ার শব্দ বেড়ে গেছে

সময় নেই অসময় নেই বারবার আসে
আর কতদিনই বা উড়ে বেড়াবে

ফিরে আসতেই হবে বসন্ত ধূসর হয়ে গেলে      
বসতে হবে মুখোমুখি

কত দলিল জমা পড়ে আছে ধুলো মেখে
সাজাতে হবে একটার পর একটা
চলবে সওয়াল-জবাব

ছিদ্রগুলো খুঁজে বার করতে হবে দুঁদে গোয়েন্দার মতো
চুলচেরা বিচার চলবে

দোষী প্রমাণিত হলে
বাম দিকে বসা বিচারক নিষ্ঠুর সাজা শোনাবে

তারপর,যাবজ্জীবন বন্দি হবে অনুশোচনার কারাগারে

                        *****


চিত্র- ঈষা চৌধুরী









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন