রেডিওবার্তা
ভাঙা কিংবা ভরা হাট
ভিখিরিরা গান গাইছে
আমি জোত হারানো জোতদারকে দেখি রেডিওতে
গান শুনছেন
জল শুকিয়ে যাওয়া এক নদী
হ্যাঙারে নৌকো ঝোলানো
ঘুম আর জাগরণের পাশে পা দোলাচ্ছে
মৃত্যু
হাঁসেদের নিজস্ব জলাশয় থাকে
সার্কাস তাঁবুর পাশে সাতসকালের
রোদ
জঙ্গলে প্রবেশ করলেই টুপি উড়ে যায়
উড়ে যাওয়া টুপি কি কান্না আড়াল করে!
আমরা বিমানবন্দরে পাখি ঢুকতে দেই না
দেওয়ালে পেরেক,গাদাবন্দুক
কফির মগ হাতে নেমে আসছেন প্রবীণ জোতদার
ডাংগুলি খেলার মাঠে জড়ো হচ্ছে
সমস্ত উড়তে শেখা পাখিরা
আমি কামানের মুখে দাঁড় করিয়ে দেব ক্রোধ
ফিরে আসবে মৎসন্যায়।
ফিরে আসবে বাহান্ন হাতির মিছিল।
টুক করে একটু শিস রেখে আসবো
কুড়িয়ে পাওয়া বেলুন রেখে আসবো
যে শীতে কুয়াশা নেই আমি তার থেকে দূরে
থাকি
আঙুল ভালোবাসলে আঙুলের আংটিকেও
ভালোবাসতে হয়
কাঠের আগুনে পোড়ানো হচ্ছে আলু
আলুতে লবণ মাখানো হচ্ছে
এই সব দৃশ্য জড়িয়ে আমরা একটা নির্মীয়মান
সেতুর পাশে গিয়ে তো দাঁড়িয়ে পড়তেই পারি!
মূলত সবকিছুতেই ম্যাজিক
মূলত সবকিছুতেই গোপনতা
আর রেডিওবার্তা শুনে হেঁসে ওঠে শীতদেশের
কাকতাড়ুয়া
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন