পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

দীপশিখা চক্রবর্তী

                  




অসুস্থ শহর



বিকেল গড়িয়ে সন্ধে নামে,

অসুখ হয়েছে শব্দের;

প্রেমিক পাখি আর ছুঁয়ে দেখে না,

কাচের মতো চোখে চোখ রেখেও সে অস্বীকার করে সম্পর্ক! 


আজকাল এই অসুস্থ শহরে আচমকাই ঝড় ওঠে, 

যত ভয় পাই, ততই শান্ত হয়ে উঠি;


একা ভিজতে ভিজতে আঁকতে থাকি একটা স্বচ্ছ আকাশ,

সমস্ত লোভ অহংকার অগ্রাহ্য করে ডুবে যাই অজানা এক অভিধানে;


আমাকে তোমরা কবি বলো না,

আমি কবিত্ব চাইনি কোনোদিন, 


ঠিক যতটা একা হলে শূন্যতা জ্বলে ওঠে,

এলোমেলো হেঁটে যাওয়া যায় নিবিড় রোদ্দুরের পথে,

জীবন লিখি সেখানে!


আমার বিলাসঘরে অপেক্ষা নেই আর,

ফিরে আসুক শব্দেরা,


কথা দাও,

শুধু তোমরা আর কবি বলে ডাকবে না আমাকে,

কখনোই না!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন