গন্ধ
সকালের আলোর নিচে যারা
মধ্যাহ্নে এসে মুঠো খানিক ধুলো সংগ্রহ করে
অ্যাসট্রে, ক্লান্ত ব্যাগের পেটে ছাই
পায়ের তলার পিচ নরম অন্ধকার ডেকে আনে
মাটির শরীরে দাগ
প্রত্যেক সকাল থেকে মধ্যাহ্নে দীর্ঘ যাত্রা শেষ হলে
নাকে ঘুরে ঘুরে ওঠে
ভাতের গন্ধ
ভাতের গন্ধ উঠবে বলেই, পথ
পিরামিড
একটা মাকড়সা
ঠিক পরে একটা ব্যাঙ
এর পরেই একটা সাপ
দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি
দেখতে দেখতেই
একটা পিরামিড আঁকা হয়ে যাচ্ছে
বাকিটা শব্দে সাজানো বৃহৎ উপন্যাস
ধান
শব্দের আত্মহনন নেমে এলে
বিষণ্ণ বিকেলের আলোয়
স্পর্শহীন শরীর
ভাঁটফুল গন্ধ
তবুও এক ভোরে, ধানের শরীর জুড়ে
হাসি মুখ সূর্যের রঙ, ফিরে আসে মানুষ
প্রতিটি কবিতায় অসাধারণ গন্ধ আছে
উত্তরমুছুন