পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

সম্পাদকীয়

               


চলে গেলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।বয়স হয়েছিল ৯২ ।১৯৮৯ সালে ভারত সরকার তাঁকে দাদাসাহেব ফালকে পুরস্কার  ভূষিত করে। এ ছাডাও তাঁর ঝুলিতে অনেক পুরস্কার ছিল৷ তিনি নিজেই ছিলেন আমাদের কাছে পুরস্কার৷ ছোটবেলায় বাড়িতে কে  .এল . সায়গালের গান  ছাড়া অন্য  কারোর গান শোনার অনুমতি ছিল না বাড়িতে৷ জীবনে প্রথম রেডিও কেনার সামর্থ্য যখন হল, তখন তাঁর বয়স মাত্র আঠারো। কিন্তু রেডিওটা কেনার পর নব ঘুরাতেই প্রথম যে খবরটি তাঁকে শুনতে হয় তা হচ্ছে, কে এল. সায়গল আর বেঁচে নেই। সঙ্গে সঙ্গেই রেডিওটা ফেরত দিয়ে দেন ৷ 
সুরের সাম্রাজ্যে একছত্র রাজত্ব করেছিলেন দীর্ঘ দিন৷
সুর সাম্রাজ্যের সুর-সম্রাজ্ঞী ২০২২ খ্রিস্টাব্দের ৮-ই জানুয়ারি কোভিডে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভরতি হন। করোনা মুক্তও হয়েছিলেন। কিন্তু পরবর্তী শারীরিক অসুস্থতায় অবস্থার অবনতি হয়। ৬-ই ফেব্রুয়ারি সকালে হাসপাতালে শেষ নিশ্বাঃস ত্যাগ করেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন