গুহামুখ-
দেয়াল থেকে বলছে শতমুখ
বোবা
কিছুই কি শোনে না
উটপাখি,
দর্শক!
একটু একটু ক্ষয়ে যাচ্ছে
নাক মুখ তর্জনি আর ভঙ্গি
প্রতিদিনের স্পর্শে,
সাড়া নেই, নেই তবু হাড়
কৃপণের
প্রাণে এত অফুরাণ,
অবয়বে এত দম ও দিল
এত কাড়া-নাকাড়া
তবু না-সাড়া স্মিত মুখ আর
বরাভয়ের
আলোর জলসা বসেছে ওই
মুখে
দেয়াল থেকে ছিটকে
দিচ্ছে অন্ধকার
কী রঙচঙে লতাপাতার
উষ্ণীষ-কমল
পাথরে পাথরে ধ্বনির
কনসার্ট
ডুমো আলোয় এককুচি হাসি
আর আধবোজা চোখ
নেমে এসে দাঁড়ালো না,
দাঁড়ালো না তবু দেবতা হয়ে
গুহার দেয়ালে আর কোনো বাহারিমা ছিল না
শিল্পচর্চায় জেগে ওঠা অজন্তা
গুহামুখে বসে থাকে একলা স্বাধীন ...
ছবি : গুগুল
ছবি : গুগুল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন