কৃত্রিম ঘুম
দ্বীপ সরকার
.
চোখে কি আর সহজে ঘুম আসে
জেগে জেগে ঘুমেরা বড্ড হাসে....
চিন্তার পেরেক ফেটে যা আসে তা কৃত্রিম ঘুম ;
সিডাক্সিন খাই , বিচ্ছেদ হবার কি যে ধুম!
দুঃচিন্তার চোখে বিন্যাসহীন সংখ্যা যত
হামাগুড়ি দেয়া ক্রান্তিকাল ঠিক তত।
বুঝিনি ততোটা, অংকের হিসেব টেনে
ঘুম বলে যা জানি তা কি কেউ কেনে?
স্মৃতিতে নাড়ায় ; নদী জন্মে বৈষ্ণব চোখে
আমার আসল ঘুম থাকেনা চক্ষু মহাসড়কে।
নিশ্চিত বুড়ো দাঁড়কাকটা পরিচিতিতে নবীন,
ঘাপটি মেরে উঠোনজুরে হাঁটে কে? হৃদয়হীন!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন