পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ৯ মে, ২০১৭

প্রণব বসুরায়


বৃষ্টির রূপকথা 
দু'চারটে খই, গন্ডুষ জল, ছেঁড়া পাপড়ি 
রেখে দিতে পার--যদিও সে প্রয়োজনও গুরুত্বে কম--
অন্তিম ইচ্ছাপত্র কতবার বদল করেছি রাত জেগে
জেনেছে তা এঘরের বাতি ও বাতাস...
দিয়ে যাব যন্ত্রে তৈরি বৃষ্টি, নকল ঝরণা
শার্সি ভাঙার স্পর্ধা দেখানো অনুচিত ভেবে
ঘোড়াগুলি চলে যাবে স্টেবল-আশ্রমে
#
ইচ্ছেগুলি এখনও মরেনি, খুব চায়
ভিজবে আবার অঝোর ঝরণে-- নিরাপদ ঘর
খোঁজে নি সেভাবে--জীর্ণ বাড়ি কতবার কপাট খুলেছে...
#
কত ফুল দানা থেকে শস্য হয়ে ওঠে,
চলে যায় মালিকের গোপন গুদামে--
#
বিনিময় প্রথার রেয়াৎ করি না আর,
ব্রাহ্মমুহূর্তের আগে
একরাত বৃষ্টি দিয়ে যাব, কুশলে থাকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন