পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ৯ মে, ২০১৭

সিলভিয়া ঘোষ


এমন দিনে তারে বলা যায়
কালো হয়ে আসা মেঘে মেঘে  বিদ্যুতের চমক

ঝড়ো হাওয়া বয়ে চলে  ভিতর বাইরে

পাগল হাওয়া খোলাচুল বুকের আঁচল উড়িয়ে নিয়ে চলে আরশি নগরে

:

রূপকথারা জানালায় উঁকি মারে, ভেজা মনের কার্ণিশে লুকিয়ে থাকে ফেলে আসা  কিছু স্মৃতি

ছেঁড়া ঘুড়ির মতোন ডানা ঝাপটাতে থাকে

হারিয়ে যেতে চায় সে নিরুদ্দেশে

:

সংলাপহীন একাকীত্বের জীবনে  

এক পশলা বৃষ্টির  মতোন আনাচ কানাচ
ভরিয়ে  দিয়ে  সম্পর্কের রেখাচিত্রে ভালোবাসার ওঠা নামার হিসেব নিকেষ ধরা পড়ে

:
ঝুল বারান্দায় তখন  দুটো ভেজা কাক

অনেক টানাপোড়েনের পর জানা হলো

ভালোবাসা  শুধু নিতে নয় দিতেও চায় যে

আবাহে তখন শুধু বাজে ' এমন দিনে তারে বলা যায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন