পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

বুধবার, ১৪ জুন, ২০১৭

সুব্রত ব্যানার্জ্জী


দৃষ্টি

শূন্য দৃষ্টি ফাঁকা সিলিং
হসপিটালের বেডে স্থির
বয়সের ভারে নুব্জ্য
দৃষ্টি খোঁজে চেনা স্পর্শের ছোঁয়া

জানলার বাইরে একটা মাছরাঙা
চুপটি করে বসে একমনে
একটা মাছ ঘাই মারছে পুকুরে
স্থির দৃষ্টি শিকারের আসে পাশে

পঞ্চ সতী পুজো পায়
কিন্তু ধর্ষিতা মুখ লুকায়
এক মানুষেরই দুটো রূপ
পার্থক্য কেবল দৃষ্টিভঙ্গীর

সমাজ বদলে যায় বারেবার
পড়ে থাকি শুধু আমি আর তুমি
চারিদিকে কানাকানি ফিসফিস
শুধু একই থাকে অচেনা দৃষ্টি 

শূন্য দৃষ্টি ফাঁকা সিলিং
হসপিটালের বেডে স্থির
বয়সের ভারে নুব্জ্য
দৃষ্টি খোঁজে চেনা স্পর্শের ছোঁয়া

জানলার বাইরে একটা মাছরাঙা
চুপটি করে বসে একমনে
একটা মাছ ঘাই মারছে পুকুরে
স্থির দৃষ্টি শিকারের আসে পাশে

পঞ্চ সতী পুজো পায়
কিন্তু ধর্ষিতা মুখ লুকায়
এক মানুষেরই দুটো রূপ
পার্থক্য কেবল দৃষ্টিভঙ্গীর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন