মৃত আলফাজনামা - ৪
ফণীমনসার কাঁটায় বিদ্ধ হতে হতে একটা বিকেল এঁকে যাচ্ছি
চোখ থেকে মনের কোনও এক দূরবর্তী কোণে যে হাইওয়ে
সেখানে কোনও ট্র্যাফিক জ্যাম ছিল না একদিন।
এখন আছে...
পুরনো আর নতুনের এই বিভাজন রেখার খাঁজে খাঁজে
সর্পিল স্থাবর অস্থাবর সম্পত্তির খোঁজ যেন প্রস্তর যুগের মিসিং লিঙ্ক
ইদানীং রোজ রাতে আগের মতোই প্রজাপতি ধরতে বেরোই
এ হাতছানি ফেরানো দুষ্কর তাই দু এক ফোঁটা অমৃতের আশায়
দৃষ্টিভ্রমেও হয়তো মনের হাইওয়েতে ট্র্যাফিক জ্যামের মধ্যেই
অ্যাঞ্জেল আর ডেভিলের লড়াই দেখে যাচ্ছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন