পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

বুধবার, ১৪ জুন, ২০১৭

পবন বর্মন



ভিক্ষুক নাড়ি


মেঘলা মন দৃষ্টির কুঁচির ভাঁজে
ভিক্ষুক নাড়িতে খেলছে
উঠছে উৎসুক আনন্দরের গর্জন!
বোতাম খোলা কত ভালোবাসা
ভিরঠেলে কত আনাগোনা
কত রান্না শুকচ্ছেন
শেকছেন সুখ , দৃষ্টি কুড়োচ্ছেন চাহিদা
শব্দের আদরে কতদিন পাল্টে যায়
পাল্টেযায় দৃশ্য , একঘেয়েমী চাহিদা
তাই দৃষ্টি প্রতিনিয়ত কদাল মেরে
নিংড়াতে চায় নতুন ভালোবাসা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন