কোলাজ
মায়াক্রিম মেখে পড়ে পাতাহীন গাছ
ওর ভিতরে অনেক গল্পের শাখাপ্রশাখা
ছায়া দেখছে আমি
কিছু দূরের রেললাইন
শালিক উড়িয়ে দিচ্ছে ট্রেনের সংবাদে
ভাবনাকে একটা জামা দিলে
সে রঙচঙে হয়ে ওঠে
কিছক্ষণ আগেও ওর স্তনে
মুখ দিয়েছিল একটা ধূর্ত শেয়াল
আর ও ক্রমশ আশ্চর্য থেকে ধূসর
ছোঁ একটা মৃত মাংস চাইছে
কাছাকাছি কাকের অভাবি ঠোঁট
ওর ভিতরে অনেক গল্পের শাখাপ্রশাখা
ছায়া দেখছে আমি
কিছু দূরের রেললাইন
শালিক উড়িয়ে দিচ্ছে ট্রেনের সংবাদে
ভাবনাকে একটা জামা দিলে
সে রঙচঙে হয়ে ওঠে
কিছক্ষণ আগেও ওর স্তনে
মুখ দিয়েছিল একটা ধূর্ত শেয়াল
আর ও ক্রমশ আশ্চর্য থেকে ধূসর
ছোঁ একটা মৃত মাংস চাইছে
কাছাকাছি কাকের অভাবি ঠোঁট
পাঠের রক্তে কেউ ভাষাকে উসকে দিতে চাইছে
ঈশ্বরের কোনো গন্ধ নেই সূর্যে
তবু না এলে বেশ অন্ধকার
তোমায় ছুঁতে পারি না ইচ্ছে জন্মের পরেও
ঈশ্বরের কোনো গন্ধ নেই সূর্যে
তবু না এলে বেশ অন্ধকার
তোমায় ছুঁতে পারি না ইচ্ছে জন্মের পরেও
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন