নোঙর
(১)
গতির সঙ্গে গাঁটছড়া বেঁধে থাকে নোঙরের শরীর
বন্দর এলেই জলের গভীরে তার বেডরুম
(২)
গভীর জলপ্রদেশে নোঙর হল এক স্থিরতার নাম, নিয়ন্ত্রনকারী এক গিঁট
দণ্ডের শিকলে যার ভবিতব্য।
(৩)
শ্যালোজলের ভাষা পড়তে পড়তে দৃঢ় হয় বন্দরের বন্ধন
জাহাজের স্থিরতার প্রয়োজনে জলের চিবুক ছোঁয় নোঙর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন