পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

বুধবার, ১৪ জুন, ২০১৭

অলভ্য ঘোষ


চালক
আমি সাইকেল চালাতাম;দেখলাম সবাই বাইক চালাচ্ছে; একটু চালানোর চেষ্টা করতেই শিখে গেলাম;বাইক চালাতে চালাতে দেখলাম বাইকের থেকে তিন চাকার গাড়ি আরো লাভজনক;টেম্পো চালাতে শিখলাম।এই লাভজনক পথ ধরে ক্রমান্বয়ে যথাক্রমে চারচাকা থেকে -চাকা; ট্রাক্টর থেকে ট্যাক্সি,বাস,লড়ি কোনটাই বাদ দিলাম না।এবার ঠিক করলাম জাহাজ চালাবো এটা আরো বেশি লাভজনক।জাহাজ চালাতে যাবো এমন সময় মাথার উপর দিয়ে হুশ করে একটা উড়োজাহাজ বেরিয়ে গেল।সিদ্ধান্ত নিলাম জাহাজ নয় উড়োজাহাজ চালাবো মোর প্রফিটেবল।প্রফিট করতে েলে উচ্চ আকাঙ্ক্ষা এবং ঝুঁকি নেবার ক্ষমতা দুটোই থাকতে হবে।নিজেই নিজের রেসিপি লিখলাম।উড়োজাহাজের দিকে এগিয়ে চলেছি যখন;দূরে একটা রকেট ধোঁয়া উড়িয়ে আকাশের দিকে সা সা বেগে এগিয়ে চলল।রকেট অন্তরীক্ষে পৌঁছানোর আগে বুঝে গেলাম চাঁদে মানুষ পৌঁছানোর কাজটা আরো লাভজনক হবে।আকাশের দিকে চেয়ে দুরদৃষ্টি যখন এগিয়ে চলেছি ;হঠাৎ এক ফকির বাবা পেছন থেকে টান দিলেন;
-"
বেটা গির যাওগে!"
সম্বিত ফিরে পেয়ে দেখি পায়ের সামনে একটা বড় মুখ খোলা ম্যানহোল
আমি ধন্যবাদ জানালাম ফকির বাবাকে
ফকির বললেন;
-"
মেরা নাহি বেটা ইসকো সুকর গুজর রহ যো দুনিয়া চলা রহা হ্যায়।মুঝে কুচ ভি আতে নাহি।"
আমি হাঁ করে দাঁড়িয়ে রইলাম মাঝপথে মুখ খোলা ম্যানহোলের সামনে।বুঝতে পারিনি থেমে গেছি।কে যেন দাঁড়ি, কমা ,ফুলস্টপ দেওয়া শিখালো কান ধরে। ফকির মিলিয়ে গেলেন দূরে মোড়ের মাথায় অনন্তের পথে যেন অনন্ত বলয়ে
আর যেন শিখিয়ে গেল;
লাভ,লোকসানে দৃষ্টি থাকলে নিজেদের অবস্থানে দৃষ্টি হারিয়ে যায়।আর অবস্থানে দৃষ্টি হারালে আমরা বিপদজনক পদ হাটি।অবস্থানে নিখুঁত দৃঢ় দৃষ্টি থাকলে লাভ লোকসান কোনটা গুরুত্ব পায় না;মানুষ তার সৎকর্ম করে চলে।সুতার উপর দিয়ে হাঁটলেও সতের কোন ভয় নেই।যা সৎ তা পবিত্র তা তুলোর মতো হালকা।নিজের অবস্থানে দৃষ্টি না থাকলে অপকর্ম ঘটবেই!আর চিত্ত অপবিত্র অশুচি হলে লোহার চেয়েও ভারী হয়।বহন করা কঠিন হয়ে দাঁড়ায়



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন