সুনয়ন
--------------
সুনয়ন কখনও চাঁদ দেখেনি, গল্প শুনেছে অনেক
ওর কাছে আকাশ মানে হাতের তালু
যেখানে হাজার জোনাকি ধরে রাখে সে
বাতাসের কাছে গল্প শোনে কালবৈশাখীর রংরুট!
সুনয়ন আজ প্রথম বৃষ্টি ছুঁয়ে দেখলো...
জলের সাথে আলাপ ছিল আগের
ওর কাছে বৃষ্টি আর জল এক নয়..
বৃষ্টি চঞ্চল,জল স্থবির
তাই বৃষ্টির নাম সে রেখেছে প্রবাহ ...
সুনয়ন এবার সাগর দেখতে যাবে
এক নিঃশব্দ শূন্য উপকূলে যেখানে ঢেউয়ের ভাঙাচুরের প্রতিটি শব্দ সে শুনতে পায়
সুনয়নের বড় ইচ্ছে
সে শুধু একটিবার দেখতে চায়..তাকে
যে আড়ালে গুমরে গুমরে কাঁদে
যাকে সে মা বলে ডাকে।
ওর কাছে আকাশ মানে হাতের তালু
যেখানে হাজার জোনাকি ধরে রাখে সে
বাতাসের কাছে গল্প শোনে কালবৈশাখীর রংরুট!
সুনয়ন আজ প্রথম বৃষ্টি ছুঁয়ে দেখলো...
জলের সাথে আলাপ ছিল আগের
ওর কাছে বৃষ্টি আর জল এক নয়..
বৃষ্টি চঞ্চল,জল স্থবির
তাই বৃষ্টির নাম সে রেখেছে প্রবাহ ...
সুনয়ন এবার সাগর দেখতে যাবে
এক নিঃশব্দ শূন্য উপকূলে যেখানে ঢেউয়ের ভাঙাচুরের প্রতিটি শব্দ সে শুনতে পায়
সুনয়নের বড় ইচ্ছে
সে শুধু একটিবার দেখতে চায়..তাকে
যে আড়ালে গুমরে গুমরে কাঁদে
যাকে সে মা বলে ডাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন