পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

বুধবার, ১৪ জুন, ২০১৭

দীপ রায়

চারকোণা ত্রিভুজ
আত্মমগ্ন চেয়েছে পূর্ণতা
একটা অজ্ঞাত সৌজন্যতায় কানায় কানায় ছয়লাপ
এই আশ্রয়স্থল , এই চেনা সংযোগ
এই শীত-গ্রীষ্ম-বর্ষার অসংখ্য প্রাণপাত
প্রসঙ্গত পোষা তরঙ্গে
তুমিই ধারক, তুমিই বাহক
কী ভাবে না জানি আঙুলের ফাঁকে বেঁধে রেখেছিলে নিঃশ্বাস
সেই প্রাপ্তিভাগ্যের নীলে ভেসে ওঠে চারকোনা ত্রিভুজ
এখন একান্তে বিকোতে চাও বাড়তি হাততালির ভার
যেহেতু মেলাতে পারোনি উৎসস্থল...
বোঝনি কী করে সম্ভব
 
বাস্তবের কাটআউট ছিঁড়ে ভেসে ওঠা
   
এই চারকোণা ত্রিভুজ
হয়তো দৃশত নাগালে মিহি প্রতারণা
হয়তো বাড়তি বিশ্বাসে আত্মহননের আঁচ
আসলে কম দেখে দেখে চোখ সোয়ে যায়
আসলে কম দেখে দেখে বোধ শিখে যায়
যা কিছু অতিরিক্ত, সন্দেহের পুনঃস্থাপন...


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন