পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

বুধবার, ১৪ জুন, ২০১৭

দেবাশীষ পাটোয়ারী


সমন্বয় যাপন
দুকূলেই ভাঙছে পাড় আমাদের যাপন নদীতে
যাপন হাওয়ায় চূড়ান্ত হচ্ছে নীল,
শূন্য শূন্য নেশায় বুঁদ হাওয়াদের ভেতর
একটানা রোদ এঁকে চলেছে মনকেমন ।

আমাদের ঘরের ভেতর
একটা ভেজাল সময় আছড়ে পড়ছে,
দিন দিন আমাদের মনের মুখোশ থেকে
ফুরিয়ে যাচ্ছে মানুষ হবার দায় কিংবা
আমাদের যাপনদৃশ্য থেকে
হারিয়ে যাচ্ছে ভালোথাকার অভ্যাস ।
ফলত অনুকূল হাওয়া বইছে না,
রংতুলিতে হাসছে না শৈশব ।
অথচ পাটাতন ছুঁয়ে নেই ভাঙা চাঁদ ।

ফলত আমাদের ভাবনায় হিন্দু হিন্দু গাইছে
ফলত চুপচাপ আগলে আছি সমন্বয় যাপন ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন