দৃষ্টিহীন
------------
দৃশ্যের ছায়া চোখের পর্দায়
অন্য এক কাহিনী লিখে দিলে
মানবিকতার দৃষ্টি পথ
অবিচারের ফলায় কর্ষিত হয়
মোমবাতি পুড়িয়ে প্রতিবাদের আসরে
দৃশ্যায়িত হয়..আগুন আর বক্তৃতার উত্তাপে
মোম আর বিবেকের গলনাঙ্ক
আর তার ছায়ায় বিশ্রাম নেয়
একটি মেয়ের পাংশুময় জীবনে
কতটা স্বপ্ন হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে
অতল গহ্বরে চিরতরে হারিয়ে গেছে
গলে যাওয়া মোমে চাপা পড়া প্রতিবাদ
বিস্মৃতির অন্তরালে ঘুমিয়ে পড়লে
জেগে ওঠে নষ্ট মেয়েটির
বিদগ্ধ জীবনের লড়াই
দৃষ্টিহীন সমাজের বাতিল পৃষ্ঠায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন