শ্বেতা , তোমার জন্য
কবিতারধ্যমে প্রথম পরিচয়ে ছুঁয়ে দিলে
জিতে আবার হেরেও ...তুমি তুমি বলি
স্বপ্নটা ঘুমেয় হারিয়ে ... থেকে গেলো স্মৃতিতে
চলে গেলে খেলা ছেড়ে
রাতের কত কথা নিঃশব্দে থেকে নিস্তব্ধতা
পথ আলাদা ভাবে চিনে নিয়ে ... দূর আরও দূরত্বর
ভাব হটাত আড়ি । অল্প সময়ের হলেও ছাপ রেখে গেলে
কবিতায় ...কথায়... আঁচড়ের দাগ মনে
কবিতার টিপ , আলতা শাড়ি এখনো কুমারী
পৃথিবীর কোলে ভালোবেসে বাঁচা আর হল না ।
ইচ্ছাকে বিদায় , সম্পর্ক ছিন্ন পাতায় নাম মুছে
নদীর জলে স্নান আর মেঘলা আকাশের বুকে আঁকা
ভিন্ন রঙের তুলিতে ... খেলা শেষে , ছলছল চোখে
কাঁদিয়ে আরও উদাসীন দিব্যি নিয়ে কোথায় চলে গেলে ...
যাওয়ার পূর্বে তোমার অভিমানী ভালোবাসা –র কবিতা
লিখে ...শুনিয়ে গেলে কেন
কঠিন অসুখের কথা ভেতরে চেপে , দুঃখেও এড়িয়ে
কেন এতদিন লুকিয়ে অবশেষে কেঁদে একদিন রাতে জানালে
ফুল হয়ে হটাত ঝরে যাবে বলে প্রস্ফুটিত না হয়ে
আবার কুঁড়ি হয়ে বন্ধ ঘরের ভেতর অন্ধকারে ।
অশেষ কথা ছিল , বহু কবিতা শোনা আর শোনানো
না হওয়ায় থেকে.........
ঘিরছে ভিড়ের মতো কথা , চেনা শোনা কিছু লাইন
মনে পড়ছে তোমাকে । তবে তুমি এখন ছবি
খেলার সাথি খেলা শেষে বিদায় দিলে !
প্রকিতির নিয়ম রুপ ধারা নিজের
অসীম নবজীবনে পা রাখলে...
কত ইচ্ছা ছিল বন্ধুত্ব অটুট হয়ে ... এগিয়ে
একসাথে নয় পা রাখতাম । কিসের কাজে ডাক পড়লো
এত আগেই ফিরে গেলে, একাকী ফেলে রেখে ...
জানিয়ে দিও মেঘ ; আজও ভালো নেই
খোলা আকাশের নিচে দাঁড়িয়ে , হাত তুলে বাঁচার আশ্বাস
চিরতরে বিলীন ...।
সত্যিই তুমি জিতে গেলে অক্ষর মালার বর্ণে বর্ণে
পথে পথে , জীবনে থেকে জীবনে
মেঘে ঢাকা তারা কিংবা রাতের মিটিমিটি
জ্বলতে থাকা ... হাসতে থাকা...।।
কবিতারধ্যমে প্রথম পরিচয়ে ছুঁয়ে দিলে
জিতে আবার হেরেও ...তুমি তুমি বলি
স্বপ্নটা ঘুমেয় হারিয়ে ... থেকে গেলো স্মৃতিতে
চলে গেলে খেলা ছেড়ে
রাতের কত কথা নিঃশব্দে থেকে নিস্তব্ধতা
পথ আলাদা ভাবে চিনে নিয়ে ... দূর আরও দূরত্বর
ভাব হটাত আড়ি । অল্প সময়ের হলেও ছাপ রেখে গেলে
কবিতায় ...কথায়... আঁচড়ের দাগ মনে
কবিতার টিপ , আলতা শাড়ি এখনো কুমারী
পৃথিবীর কোলে ভালোবেসে বাঁচা আর হল না ।
ইচ্ছাকে বিদায় , সম্পর্ক ছিন্ন পাতায় নাম মুছে
নদীর জলে স্নান আর মেঘলা আকাশের বুকে আঁকা
ভিন্ন রঙের তুলিতে ... খেলা শেষে , ছলছল চোখে
কাঁদিয়ে আরও উদাসীন দিব্যি নিয়ে কোথায় চলে গেলে ...
যাওয়ার পূর্বে তোমার অভিমানী ভালোবাসা –র কবিতা
লিখে ...শুনিয়ে গেলে কেন
কঠিন অসুখের কথা ভেতরে চেপে , দুঃখেও এড়িয়ে
কেন এতদিন লুকিয়ে অবশেষে কেঁদে একদিন রাতে জানালে
ফুল হয়ে হটাত ঝরে যাবে বলে প্রস্ফুটিত না হয়ে
আবার কুঁড়ি হয়ে বন্ধ ঘরের ভেতর অন্ধকারে ।
অশেষ কথা ছিল , বহু কবিতা শোনা আর শোনানো
না হওয়ায় থেকে.........
ঘিরছে ভিড়ের মতো কথা , চেনা শোনা কিছু লাইন
মনে পড়ছে তোমাকে । তবে তুমি এখন ছবি
খেলার সাথি খেলা শেষে বিদায় দিলে !
প্রকিতির নিয়ম রুপ ধারা নিজের
অসীম নবজীবনে পা রাখলে...
কত ইচ্ছা ছিল বন্ধুত্ব অটুট হয়ে ... এগিয়ে
একসাথে নয় পা রাখতাম । কিসের কাজে ডাক পড়লো
এত আগেই ফিরে গেলে, একাকী ফেলে রেখে ...
জানিয়ে দিও মেঘ ; আজও ভালো নেই
খোলা আকাশের নিচে দাঁড়িয়ে , হাত তুলে বাঁচার আশ্বাস
চিরতরে বিলীন ...।
সত্যিই তুমি জিতে গেলে অক্ষর মালার বর্ণে বর্ণে
পথে পথে , জীবনে থেকে জীবনে
মেঘে ঢাকা তারা কিংবা রাতের মিটিমিটি
জ্বলতে থাকা ... হাসতে থাকা...।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন