পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

অনুপম দাশশর্মা



অগ্রাহ্যের দেয়াল..


অগ্রাহ্যের দেয়াল গড়ে তোলে যারা
তারা নমস্য
তাদের প্রলম্বিত ভূজে তাপ
যোগায় সর্বনাশী অহং
মোহমুগ্ধতায় আত্মনদীতে তারা
প্রবল জলপ্রপাত
এড়িয়ে যাই, তাদের অদৃশ্য গন্ধ
পেরিয়ে আসি অন্ধকার প্রকোষ্ঠ
রাজহাঁসের মত ভাসতে ভাসতে
বুঝে নিই নিজস্ব মানচিত্র
সেই তাদের ভৌগলিক চৌহদ্দির বাইরে


তৃষ্ণা..

একবুক বধির হয়ে গেলে
খন্ড পাথর হয়ে ওঠে মন
অবরোহে নেমে আসে স্বর
নিঃশব্দে বুকে ঝাঁপিয়ে পড়ে
অতৃপ্তির দাবানল
দূর থেকে দেখি তোমার নীলাম্বরি দূল
যেখানে আচম্বিতে রেখেছিলাম
রাজ্যজয়ের মূর্খ আহ্লাদ
ভোরের হাত ধরে এখন দেখি
শিশিরের আহ্লাদ
শিখতে থাকি কোন মন্ত্রে শিশির
মিশে যায় রোদ্দুরে বুকে....


গ্রীণল্যান্ড পার্ক..

অনেকটা পা এগোলেই কার্পেটে
সবুজের সানাই
যদিও চারকোণা বাউন্ডারীতে
সূঁচগলা নিস্তব্ধতা
ইস্পাতের ওয়েলকাম শুনতে শুনতে
চাঁদের পাহাড়ে ওঠা
এসব পুরোটাই মুগ্ধতার বিস্তার
মূলতঃ এই ঘেরা-অরণ্যে
বন্দি হয়েছে কোলাহল সার্বিক
সূর্যের চিবুক ছুঁতে পারার হাইরাইজ
পশ্চিমী রেওয়াজে সিদ্ধ
শুধু বড্ড মিস হয় টালির চালে বুক পেতে
শুয়ে থাকা লাউডগার চঞ্চলতা....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন