পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

শর্মিষ্ঠা দত্ত


ক্রিমিন্যালের মা 


আই-সি-ইউয়ের বাইরে অপেক্ষমাণ মানুষগুলো হঠাতই স্থির l দরজাটা খুলছে ...ডিউটি সিস্টার পেশেন্টের  আপডেট জানাবেন এখন l " উত্সব মুখার্জীর  বাড়ির লোক কে আছেন ?" কয়েকপা এগিয়ে এলেন এষা এবং অনিরুদ্ধ l প্রায় দেড়দিন পরে সংজ্ঞা  ফিরতেই জুলিয়াকে খুঁজছিল বাবান ...সাবধান করে দিলেন সিস্টার , " ওঁর কাছে  যান কিণ্তু প্লিজ জুলিয়ার কথা  কিছু বলবেন না ... "

উত্সব বাংলা টেলিভিশনে ডেইলি সোপের  পরিচিত মুখ ...মাত্র সাতাশ বছর বয়েসেই অভিনেতা হিসেবে যথেষ্ট প্রতিষ্ঠিত l প্রতিদিন দু- তিন শিফটে শ্যুটিং চলে ... সারা সপ্তাহ অমানুষিক পরিশ্রম করে ফ্রাইডেতে  লেটনাইট পার্টি করাতেই  এই প্রজন্মের শিল্পীরা অভ্যস্ত l 

গত পরশু  ভোর চারটেতে উত্সবের হোন্ডা সিটির সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয় হাইওয়ের ওপর l উত্সব নিজেই  ড্রাইভ করছিল ; পাশে ছিল বান্ধবী অভিনেত্রী জুলিয়া l  ঘটনাস্থলেই মারা যায় জুলিয়া ...উত্সবকে গুরুতর আহত ও অচৈতন্য অবস্থায় উদ্ধার করে স্থানীয় মানুষজন l 

গত দুদিনে এটাই ব্রেকিং নিউজ l জুলিয়ার সঙ্গে উত্সবের প্রেম , নাকি সহজ বন্ধুত্বের সম্পর্ক ছিল ... এ নিয়ে বাগবিতণ্ডা জমে উঠেছে চ্যানেলগুলোতে l এটা কী নিছকই দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন ....এটাও বিতর্কের বিষয় l জুলিয়া নাকি উত্সবের বাগদত্তা হয়েও অন্য একজন উঠতি নায়কের সঙ্গে সমান্তরাল সম্পর্ক নির্মাণ করছিল ;  প্রতিহিংসাবশত তাকে খুনই করেছে উত্সব  ! ... সংবাদমাধ্যমে নানারকম মুখরোচক খবর পরিবেশিত হচ্ছে  ...সেলিব্রিটি সম্পর্কে সাধারণ মানুষ তো  স্বভাবতই  উত্সাহী ; তাই টি-আর-পিও  বাড়ছে হুহু করে ! এক্ষেত্রে ওই রাতে  উত্সব মদ্যপ হয়ে লংড্রাইভে গিয়েছিল কিনা ... তদন্তে  এ প্রশ্নও উঠে আসছে বারবার l 

আই-সি-ইউ থেকে বেরোতেই একঝাঁক সাংবাদিক ছুটে এলো এষা আর
অনিরুদ্ধর দিকে l... আর পাঁচটা বাবা-মায়ের মত তাঁরাও তো  সন্তানের  সাফল্যই  চেয়েছিলেন ! কিন্তু  নিতান্ত মধ্যবিত্ত মানসিকতায় ছেলের এই আগ্রাসী  উচ্চাকাঙ্ক্ষা আর উদ্দাম জীবনযাপন মন থেকে  মেনে নিতে না পারলেও সন্তানস্নেহের কাছে হেরে গিয়েছিলেন বারবার ...আজও যেমন !

বাবান কি তবে  বেঁচে গিয়ে ভুল করল ! জুলিয়াও তো  ডেড-ড্রাঙ্ক ছিল সে রাতে ...তীব্র গতিময় জীবন পছন্দ ছিল তার l হয়ত  তার প্ররোচনাতেই লংড্রাইভে বেরিয়ে ঘন্টায়  একশ দশ কি.মি.  স্পিডে ড্রাইভ করছিল বাবান ... একথা বিশ্বাস করবে কেউ ! ... একজন মিথ্যুক , ক্রিমিন্যালের মা হয়েই বাঁচতে হবে  বাকি জীবনটা  ! ... অসহ্য দোলাচলে  অনিরুদ্ধর বুকে ভেঙে পড়লেন এষা l 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন