তোমার আমার ব্রিজ
তুমি কি জানো না
সকালগুলো বড্ড নিস্তব্ধ
রোদের তাপ গায়ে লাগিয়ে
তোমার আওয়াজ শুনি না
আর,
তোমার আমার তর্কের
দাপটে
সতর্ক হয়না কাকেরা,
বিকেলের ল্যাম্পপোস্টের
আলোয়
তোমায় ভাবতে ভাবতে
চোখ ঝলসে যায় না,
তুমি জানো
তুমিও তো ছিলে আশেপাশের
জড়বস্তুগুলোকে নিয়ে
যারা নিরন্তর ব্রিজ
বানিয়ে গেছে,
তোমার আমার আঁকাবাকা
রাস্তার
আমরা কি ব্রিজগুলোর
এপারওপার করতে পারিনা আবার?
হেঁটে হেঁটে বানাতে
পারিনা
আবার কতশত নতুন
ব্রিজ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন