পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

অপর্ণা গাঙ্গুলী


রূপতরাসী

আজ সকাল সকাল আয়না নিয়ে বসেছেন তোর্সা | প্রতিদিনের মতই | তবে আজ কিনা রবিবারতাই কাজ নেই | এখন অনেকক্ষণ নিজেকে দেখেই কাটাবেনতিনি | তোর্সা নয় নয় করেও প্রায় ৩৮ বছরের এক পূর্ণ যুবতী | এখনো বিবাহ না হওয়াতে তিনি  যাবত একটু মুষড়ে থাকেন | প্রথম দিকেকাউকেই মনে ধরেনি | কারণ ওইতাঁর পূর্ণ চাঁদের মায়ার মত রূপ আর তার উপরবাবাও খুব ধনী তাঁর |  হেন ধনীর কন্যারা পাত্রের মধ্যে এক আলোকসামান্য মহাপুরুষ আশাকরেন বোধহয় | তাই তোর্সা তাঁর মনের ইচ্ছা পূরণে ব্যর্থ | বিয়েটিয়ে সেকেলে ব্যাপার স্যাপারনা হয় একজন বন্ধুই পেলেন মনের মতএখন তাঁর সবইচ্ছেগুলো মরে মরে এই তলানিটুকুতে এসে ঠেকেছে | ফোঁশ করে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তোর্সার হৃদকোরক উন্মুক্ত করে | মুখে একটি দুটি রেখাদেখেছেন তিনি আজ | খুব সম্ভবততাই এই নিশ্বাস প্রশ্বাস এর অবতারণা |

আজ অফিস নেই | কলকাতার এক নাম করা এডভার্টাইজিং এজেনেসির টপ বসএর একজন তিনি | পড়াশোনা করেছেন বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে | কি সবগেরেম্ভারী কিছু ডিগ্রী তার রয়েছে | কিন্তু যাই হোকত্বকের কুঞ্চন তো ওই ডিগ্রীতে যাবার নয় | মুশকিল হলোঠিকমত একজন সঙ্গী খুঁজে পাওয়া | এতদিন এতদেখেছেনশুনেছেননা কাউকে চোখে ধরেছেনা মনে | মা বাবা বলে বলে হন্যে হয়ে ফিরেছেন | ছবিটবিও দেখিয়েছিলেন কিছু | এর চুল কমতো এর নাকলম্বাএর কান বড় তো এর দাঁত উঁচুএর চাকরি ভালো নাতো ওর তেমন ডিগ্রী নেইএই সব বলে টলে পাঁকাল মাছের মত সাইড করে বেরিয়েছেন সে সবসম্বন্ধ থেকে | ইদানিং বাবা মায়ের এই সব আয়োজনে ছেদ পড়েছে যেন | বয়স বাড়ছেআর পারেন না তেমনতাই সব চুপ এন্ড চাপ | কিন্তু চাপ বেড়েছেতোর্সার | আজকাল কেমন যেন বুড়ি বুড়ি দেখায় নিজেকে আয়নার দিকে তাকালে | তা ছাড়া বিয়েওয়ালা মেয়েদের যে একখানা আহ্লাদীসখী ধর ধরআদুরে,নেকুপুশুমুনু ভাবসাব থাকে সৌভাগ্যসোহাগ আর সোশ্যাল স্টেটাস মিলিয়ে (বিবাহিতরা রেগে যাবেন না যেনএও প্রশংসার নামান্তরসেটাই যেন তোর্সা খুঁজেপান না নিজের মধ্যে | বড্ড যেন কাঠ কাঠভ্রুর বিভাজিকায়হ্যাযা ভেবেছেন, ‘কাকের পামানেচোখের চারপাশে সরু রেখাদের যাকে বলে 'ক্রো' ফীট' সেই সবহয়েটোয়ে গেছে আর কি | তোর্সার ইচ্ছে করলো ডাক ছেড়ে কাঁদতে | তারপর আক্রোশ হলো আয়নার উপর | ইচ্ছে হলো অমন বেলজিয়াম কাঁচেরসাধের আয়নায় মারেন এক বাড়ি | কি দিয়ে মারবেন এই তো হাতের কাছেই রয়েছে ব্রাসের ফুলদানিটা | ঠকাং ... বিরাট আওয়াজ হবে | আর কাঁচটা ফেটেযাবে চুর চুর হয়ে | আজ বাড়িতে বাবা মা কেউ নেই মাসির বাড়ি গেছেন সবাই | ফুল্বসিয়ার ছুটি আজ | আর তাই তোর্সা মনের সাধে যা খুশি তাই করবেন বুঝি|

এমন সব এলোঝেলো ভাবনা যখন মনকে অনেক পাকে বেঁধে ফেলেছে ঠিক তখনি উপুর্ঝুপুর বৃষ্টি এলো | তোর্সা মনে যে ঝড় উঠেছেতারই প্রকাশ আজপ্রকৃতিতে ; এতোল বেতোল ভাবনার তান্ডব চলেছে তোর্সা মনে | তার সাথে ঝুম বর্ষা |

এমন ভারী বৃষ্টিই বুঝি চেয়েছিলেন তোর্সা | ওদের বাড়ি কিছুটা আগের দিনের তাই ঘরের লাগোয়া একটা বিরাট গাড়ি বারান্দা 
মানে বারান্দা কাম ছাদ আছে |মনের ময়ুর যেন পাখা মেলল বৃষ্টির রুমঝুম নিক্কনে | ঝুপুস ভিজে যখন ঘরে এলেন  তোর্সা তখন মনটা বড় ভিজেবড় নরম বড় সজীব হয়ে উঠেছে | কোথায়গেল তার সেই রূপতরাসী ভাবনাগুলো | সব ধুয়ে গেছে বৃষ্টির জলে | আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখে যেন চোখ ফেরাতে পারেন না তিনি | আহা আহা !একটাও দাগ নেই মুখেকেমন সলজ্জ ষোলো বছরের চাহনি | বাইরে এক অবস্থা | রুক্ষ্ম রোদ্দুর লাগা গাছের পাতাগুলি এক লহমায় সবুজ সজীব হয়েছে বৃষ্টিরপরশে | এখন থেকে অনেকটা সময় প্রকৃতির সাথে কাটাবেনমনস্থ করেন তোর্সা | বড় বেশি কেজো হয়ে পড়েছেন আজকাল | ঠান্ডা ঘরল্যাপটপমোবাইলফোন থেকে কিছু দুরে থাকবেন | প্রকৃতির মাঝে এখনো রূপটান লুকিয়ে থাকে | কন্সিউমারিসম এর ছাপ লাগানো ব্র্যান্ডেড ক্রিম চুলোয় যাক l ক্রিম বা লোশনব্যবহার না করে এ সব প্রাকৃতিক ভেষজ প্রকৃতির রূপটান নেবেন তোর্সা এবার থেকে | ভালো থাকবেন তিনি |

আরহ্যাঁ, এবারে সাগর কে আর ফেরাবেন না | তোর্সা হয়ে মিশে যাবেন সাগরের বুকেই |  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন