জহরব্রত
নিদ্রার মাঝখানে জল পান
চায় সাদাখাম মেঘপাগল
চাঁদের গুহার দিকে
তাকিয়ে অন্তরাকে বলেছিলাম
খুলে ফেল তাবৎ সংসার,-
ঘরের বাইরে দেখি থইথই
মাঠের বাউলিয়া শরীর
কোনো সিগনেচার নেই, মেঘদের
পালকে চিলের তলপেট আর
শূন্যের নরম বিছানা,
চুষতে বেশ
লাগে-প্যাচপ্যাচে রিপিটেসন আর বুনো মনখারাপ
খাদ
কাকের পূর্ণিমা হোক।
ঠিকানা ঝরানো হাসনুহানায়
কাদা মাখি, বলতেই পারো
বুনো কাঁটায় নীল জ্বর-
চলো একটু চোখে রাখি
ক্ষয় । একান্ত অঞ্জলি
কখনো মিশছে রাত কস্টে। কোন মেরুতে আমি-
জমাট ধোঁয়ায় মিশে যায়
তীব্র স্মৃতির স্বেদ-বিন্দু
পাড়ি দেয় জিও টাওয়ারে,
স্পর্শ চায় হেমলকের স্বপ্নখাদ--
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন