লাল রং
'''''''''''''''''''''''
মৃত্যুর এপার ওপার বলে কিছু হয় না
একটা আড়ষ্টতা লেগে থাকে চোখে মুখে
কখন কোথায় হারিয়ে যাই
হাতড়ানো চিকিত্সা কাজ করে না
বিছানা অম্লান
ঘর ভর্তি স্মৃতির তোরঙ্গ
একটার পর একটা ঘুম
চোখের সীমানায় অল্প বিস্তর জটায়ু ডানা
তুমি কি খেয়াল রাখছো এত সবের !
বিছানার পাশে লাল রং
মৌন উচ্চারণ
'''''''''''''''''''''''''''''' '''''''''''
বেশ কয়েকটি ঝড় থেমে যাওয়ার পরও মৌন উচ্চারণ থামে না
পাতার বোতাম টিপে এগিয়ে আসে অলীক শহর
শ্বাশ্বত চেতনার দেশলাই বাক্সে
এক একটি জন্ম শেষ হয়ে যায়
এভাবেই কবিতা লেখা হয়
ঘর বাড়ি মানুষ
আমাদের সতীর্থ হওয়ার কারণগুলো একে একে ঝরে পড়ে
উন্মাদের মতো খুঁজে বেড়াই চক্রব্যুহের দরজা
সীমান্ত পেরিয়ে কারা যেন হাঁটা দেয়
চুপ করে যায় পৃথিবী
শীতের কপালে শীত
'''''''''''''''''''''''''''''' '''''''''''''''''''''''''''''' ''
এইভাবেই ঘোরানো হয় পুরানো বাড়ির আর্মেচার
ঘড়ির কাঁটার সেলাই করা দিন
উপুস আপুস শীত
ফেরিওয়ালা ফেরি করে বেড়ায় শীত
আর কিছু টগবগে ঘোড়া
ঘোড়াতে চড়েই নাকি শীত আসে সেই ঠাকুমা দিদিমার কাল থেকে
আমার উপোস
বন্ধ কথার ওপর কথা
উত্তর আসে না
চুপচাপ ঘুমিয়ে থাকি শীতের কপালে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন