পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭

জ‍্যোতির্ময় মুখার্জি


অ্যাই, তুই রাজা আমি রাণী


শুনুন, একটা গল্প বলি তাহলে
                              ছোট্ট গল্প
চিপস্ চিবোতে চিবোতে
                         স্মার্টফোনে খুটখুট
বা টিভিতে চোখ রেখেই দিব্বি শুনে
                        নিতে পারেন গল্পটা

গল্পটি একটি মেয়ের
ছেলেরা এতোক্ষণে কান পাতলো
মহিলামহল নাক কুঁচকাবেন না
কারণ গল্পে একটি ছেলেও আছে

গল্পটা শুরু হচ্ছে আজ
                         থেকে ২০ বছর আগে
আমাদেরই আশেপাশে কোনো এক গ্রামে
পাশাপাশি ঘর
জানলায়-বারান্দায় কোলাকুলি
হুটোপুটি দৌড়ঝাঁপ
                   মিছিমিছি কানামাছি
কখন যে তারা পুতুল পুতুল
খেলতে খেলতে হাতে হাত রেখে
                 হয়ে গেলো রাজা-রাণী
ইতিহাস তার খবর রাখেনি

তারপর যা হয়......
গোপনে গোপন গোপনীয়তায় পাড়ি




যুদ্ধটা এখনো....
জ‍্যোতির্ময় মুখার্জি

বাঁশবাগান আর পানা পুকুরটাকে
                           জড়িয়ে ধরে
যে হিলহিলে রাস্তাটা চলে গেছে
হুক খোলা মাঠে
ওখানেই বাস করতো
     আমার হারিয়ে যাওয়া
                               ‘ছুটুবেলা’

জলঢোঁড়া, এবড়োখেবড়ো ঘাট,
কচুবন আর কলমিলতাকে ইল্লি কেটে
উড়ে যেতো পক্ষীরাজ
                                একলা দুপুরে

ঠিক মাঠের মাঝে এসেই
                        চিঁ......হিঁ......
                             গা শিরশিরে ভয়
পটপট করে ভেঙে ফেলতাম কিছু
                               ভেরেন্ডার ডাল
স-পা-ৎ........স-পা-ৎ....
                          যুদ্ধটা এ-খ-নো.....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন