পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮

তুষ্টি ভট্টাচার্য

রুমি ও আমি /

আয়না বলেছে – আমি সুন্দর
আমি বলেছি রুমিকে –
বিচ্ছেদের গুজব রটেছে চারিদিকে
ওই তারাগুলো তবুও নীল ওড়নার আড়াল থেকে
মোমবাতির মত আমাদের ডাকছে
যেন ওখানে এক অদৃশ্য সমতল ভূমি রয়েছে
যেন ওখানে কিছু আশ্চর্য মানুষের বাস!
এই অনন্তের মাঝে সুন্দর থাকে
এক অসীম একাকিত্বের মধ্যে তার ওড়না খুলে দেয়

সে তার মুখের সামনে আয়না তুলে ধরে
আর নিজের সুন্দর মুখ দু হাতে তুলে ধরে ভাবে,
একে আমি চিনি, অনেকটাই চেনা যেন এই মুখ
আমার চোখ নেই, তবু এরই সুন্দর চোখ
অনন্তকে দেখে ফেলেছে!

সুন্দর ভালবাসার ঘরে থাকে।   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন