সেসব আমলকী মাখা শাখায় প্রতি রাতে কোকিল ডাকে
যেমন করে হাওয়া প্রতিবেশী হয় পৌষের বুকে
এই তো সেদিন হাঁটতে দেখলাম অফিম দানার বিকেলকে
সে রাতে মৃত্যু এসেছিল জানলার কাছ থেকে
কোথাও এতটুকু চিড় পড়েনি
শিশিরকণাকে মূক ,বধির হতে দেখেছিলাম
সবান্ধবে
শহর যখন গ্রামকে তাচ্ছিল্য করত মাছের কানকোর মত
কিশোর থেকে যুবতী মাঠ এক হয়েছিল
মাতৃজঠর থেকে ভূমিষ্ঠ শিশুর কান্নার মত
কোথাও এতটুকু দাগ পড়েনি
শীতকাল মানেই উৎসব I আর সেই উৎসবের সাথে তালে তাল মিলিয়ে থাকে নলেন গুড়ের সুবাস৷পলাশ মাখা বিকেলে একত্রিত হয় শব্দের অনুরাগ৷আর তার সাথে যোগ হয় বইমেলা বা বই উৎসব ৷ মেলা হল এমন এক ক্ষেত্র যেখানে ভিন্ন মানুষের আনাগোনা হয়ে থাকে ৷ ইতিমধ্যে জেলাভিত্তিক লিটিল ম্যাগাজিন মেলা শুরু হয়ে গেছে । আসন্ন কলকাতা বইমেলা ৷ নতুন বইয়ের গন্ধ সমস্ত বইপাড়াগুলোতে ৷ বই হল এমন এক মাধ্যম দুটি ভিন্ন হৃদয়ের মানুষের যোগসূত্র স্থাপন করে ।
" সৃজন " অনলাইন সেই কাজটি করে চলেছে নিরলস ভাবে ৷ বইমেলা অাসলে বইপ্রকাশ হয় ৷ এই বইগুলোর সাথে আপনাদের পরিচয় ঘটানো " সৃজন " ও " শব্দের হাতেখড়ি " গ্রুপের কাজ ৷ এই কাজে আপনাদের সহায়তা আর বেশী দরকার ৷"আমার সৃজন " দ্বিতীয় ও মুদ্রিত সংখ্যা আসন্ন ।
প্রতিনিয়ত যুক্ত হচ্ছেন
" সৃজন "এ নবীন ও প্রবীণ লেখক / কবিবৃন্দ ৷ পলাশ রঙে সেজে উঠেছে "সৃজন " দ্বিতীয় বছর প্রথম সংখ্যা । আপনার সৃষ্টি আমাদের কাছে পাঠিয়ে দিন দ্রুত ৷আপনারা থাকুন আমাদের সাথে আরো ভীষণ ভাবে ৷ " সৃজন " ,
"আমার সৃজন " আরো বিস্তারিত হোক এটা আমাদের আশা৷ ভালো থাকুন সবাই । সৃজনে থাকুন ৷
চিত্রঋণ : পাবলো পিকাসো
যেমন করে হাওয়া প্রতিবেশী হয় পৌষের বুকে
এই তো সেদিন হাঁটতে দেখলাম অফিম দানার বিকেলকে
সে রাতে মৃত্যু এসেছিল জানলার কাছ থেকে
কোথাও এতটুকু চিড় পড়েনি
শিশিরকণাকে মূক ,বধির হতে দেখেছিলাম
সবান্ধবে
শহর যখন গ্রামকে তাচ্ছিল্য করত মাছের কানকোর মত
কিশোর থেকে যুবতী মাঠ এক হয়েছিল
মাতৃজঠর থেকে ভূমিষ্ঠ শিশুর কান্নার মত
কোথাও এতটুকু দাগ পড়েনি
শীতকাল মানেই উৎসব I আর সেই উৎসবের সাথে তালে তাল মিলিয়ে থাকে নলেন গুড়ের সুবাস৷পলাশ মাখা বিকেলে একত্রিত হয় শব্দের অনুরাগ৷আর তার সাথে যোগ হয় বইমেলা বা বই উৎসব ৷ মেলা হল এমন এক ক্ষেত্র যেখানে ভিন্ন মানুষের আনাগোনা হয়ে থাকে ৷ ইতিমধ্যে জেলাভিত্তিক লিটিল ম্যাগাজিন মেলা শুরু হয়ে গেছে । আসন্ন কলকাতা বইমেলা ৷ নতুন বইয়ের গন্ধ সমস্ত বইপাড়াগুলোতে ৷ বই হল এমন এক মাধ্যম দুটি ভিন্ন হৃদয়ের মানুষের যোগসূত্র স্থাপন করে ।
" সৃজন " অনলাইন সেই কাজটি করে চলেছে নিরলস ভাবে ৷ বইমেলা অাসলে বইপ্রকাশ হয় ৷ এই বইগুলোর সাথে আপনাদের পরিচয় ঘটানো " সৃজন " ও " শব্দের হাতেখড়ি " গ্রুপের কাজ ৷ এই কাজে আপনাদের সহায়তা আর বেশী দরকার ৷"আমার সৃজন " দ্বিতীয় ও মুদ্রিত সংখ্যা আসন্ন ।
প্রতিনিয়ত যুক্ত হচ্ছেন
" সৃজন "এ নবীন ও প্রবীণ লেখক / কবিবৃন্দ ৷ পলাশ রঙে সেজে উঠেছে "সৃজন " দ্বিতীয় বছর প্রথম সংখ্যা । আপনার সৃষ্টি আমাদের কাছে পাঠিয়ে দিন দ্রুত ৷আপনারা থাকুন আমাদের সাথে আরো ভীষণ ভাবে ৷ " সৃজন " ,
"আমার সৃজন " আরো বিস্তারিত হোক এটা আমাদের আশা৷ ভালো থাকুন সবাই । সৃজনে থাকুন ৷
চিত্রঋণ : পাবলো পিকাসো
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন