অভিমান
……………
মধ্যরাতের জ্যোৎস্না চুঁইয়ে পড়ে
যেখানে আঙুল এঁকে নিত লালভোর,
তত্ত্ব এবং দ্বন্দ্বরা মিলেমিশে
লিখত কেবল আগুনের অক্ষর।
# # # #
ক্ষত-জ্যোৎস্নার নরম-বিরহ নিয়ে
একা বাতিঘর সারারাত জেগে থাকে,
তার দৃষ্টি দূর সীমানায় এসে
ছলছল মেশে নীল নদী বাঁকে-বাঁকে।
# # # #
গতরাত্রের গন্ধ ছড়িয়ে পড়ে
বাতাসের ডানা ভারী হয়ে আসে খুব।
পূর্ণকলসে মায়া জাগানিয়া জল
ভরে রাখে তার অভিমান নিঃশ্চুপ
চিত্রঋণ: পাবলো পিকাসো
চিত্রঋণ: পাবলো পিকাসো
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন