পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

শনিবার, ৩১ মার্চ, ২০১৮

রাহুল গাঙ্গুলী

হ্যালোসিনেশন্ ~ জানলার ৩য় উপপাদ্য
---------------------------------------------------------------

ছড়ানো-ছিটানো কাচ।ঘনিষ্ঠতায় রাঙাকাচের চুড়ি

এই যে চোখের ইশারা ~ উপোষী প্রিজম্ ~ গলছে

কয়েকমুহূর্তের পোয়াতি নুন ~ খসাচ্ছে জলীয় পেট

ভেঙেচুরে : পাহাড় প্রমাণিত অভিশাপ।শাপিত চোখ

আসলে ~ অবশ পালকতন্ত্রের আবেদন 

মাটি + সূর্য + জল = মহা-০র ~ ⊿ বাহু




যতোখানি হাতড়াই ~ ঈশ্বরকণার মেঘ
ততোখানিই আলো
ওম ছিটকে আসে ~ জলীয় পাথরের থেকে

এর ভিতরেও ~ হয়তো কোনো মায়াজন্মের কথা

ঘুমন্ত গুহামানুষ ~ ৩.৫ হাত জ্যামিতি

কুয়াশা-র শরীর :        জানি -
                                             পুড়ছে ~
                                                  ঝরছে ~
                                                       নিভছে ~




কার্যকরী ড্রপসিন-মাত্রা : ফোঁটাফোঁটা তারাজল

হেলানো পেরিস্কোপ ~ অনুঘটিত সমীকরণ
                                             স্পর্শ ও সাপ 

পরীক্ষাগামী জলবায়ু ওড়ে।খনিজ ডানা : ۩
এবড়োখেবড়ো ভিতরের দেওয়াল ~ হিম শিলাচরী

যাবতীয় ফুঁ ঘটিত বন্ধক।বিস্ফোরক পাল্টাচ্ছে রেখা

হিমোগ্লোবিন-রাত।বাতিল ~ হয়তো বা হতেও পারে





উড়ে যাচ্ছে ~ উড়ছে ~ উড়ছে : উড়ন্ত ঘুড়ি
কাট-শাটল্ ছায়া ~ ছায়া ঝুলছে : অনুবীক্ষন্

যারা পথ চলছে ~ ঝিনুকঝিনুক গন্ধ।শামুক-খোল

আলেয়া মন্তাজ্ : ধরা পড়ছে মহাজাগতিক উপবৃত্ত

১ম মুহূর্ত ~ ব্যসজনিত বারান্দায় ভেজা
২য়         ~ ক্রমশঃ রাসায়নিক তরল
৩য়         ~ বর্ষা-পদ্ম।নিষেক = নিষিক্ত 

      ঘূর্ণি-চোখ ~ ঝুলন্ত দৃশ্যরূপে পরমাণুবাদী সময়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন