পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮

রঞ্জন মৈত্র



তোমায় তবে-১
রক্তের দাগ থেকে আকাশ বেরিয়ে আসে
একটা মাছ আর একজন খুনীও
 আঙুলের কথায় আলো হয়
 খোঁজার গল্পে টর্চ
 খুনী আর মাছের ফাঁক দিয়ে
 চলে যাচ্ছে কোথাও
 ঝড়ে বন্যায় দেয়াল জানালা চলে গেলে
 কেবল ব্যাটারীগুলো পড়ে আছে
 মাথায় দিগন্ত
 রক্তের ছিটে আসছে, জলের ছাঁট
 মাছকে ঢেউ মনে হ'ল
 তোমাকে কোথাও যাবার ট্রেন           
       
                    *******

তোমায় তবে-২

উড়ে বসেছিল ঢেউয়ের মাথায়
বালিবেলায় ডানা গুটিয়ে
 ভোরবেলায় সে মীন রাশি
 সন্ধের মুখে নৌকো মনে হয়
 আড়ালে চলে যাচ্ছে পেশী আর ভাটিয়ালি

যে খোঁজে তার প্রশ্নগুলো ফুটে উঠছে শূণ্যে
তুমি কুড়োতে এসেছো
 তুমি বাইচে, মার্চের দ্বিধায়
 নৌকো আর তরীর মাঝে দাঁড়িয়ে জিজ্ঞাসা
তোমার মাঝরাতের নাইলন জাল

                *******

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন