#ফিরে দেখা
ছোটোবেলা
এক্সইউভিতে উঠে সিটে হেলান দিলেন প্রৌঢ় প্রমোটার অবিনাশ চৌবে - দত্ত বাড়িটা কিনে নিতে, নিজের জন্ম শহরে এসেছিলেন বেয়াল্লিশ বছর পর।
অবিনাশের বাল্য বন্ধু দীপক দত্ত আজ ফুটপাথে সায়ার দড়ি আর ছিটকাপড়ের ম্যাক্সি বেচে।
মা মরা অবিনাশকে জন্মদিনে পায়েস খাওয়াতেন দীপকের মা।
প্রোমোটারের আর নোনা-ধরা বিশাল বাড়িটা কেনা হ'ল না।
# ভোর
কালোভোর
ঋষেণ ভট্টাচার্য্য
মিষ্টি হাওয়া আর কিচিরমিচির করে পাখির ডাকে ভোর বেলা ঘুম ভাঙ্গলো তাতানের।
অভ্যেসবশত খাট থেকে নামতে গিয়েই অনুভব করলো দু'পায়েরই হাঁটু থেকে নেই, ফাঁকা। খাটের পাশে হুইল চেয়ার।
হুহু করে কান্না ঠেলে উঠছে তাতানের বুক থেকে। গুমোট বদ্ধ ঘরে তাতানের কালো অন্ধকার ভোর।
বাবা খুব অশান্তি করেছিলো বাইক কেনা নিয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন