সাধ
পার্কের বেঞ্চিতে বসে রূপকবাবু পকেট থেকে ঘুমের ওষুধগুলো বার করলেন। গতরাতে পাতে পড়েছিলো ভাত আর চচ্চড়ি, অথচ মাংস রান্নার সুঘ্রাণ পেয়েছিলেন। একটু ভাত চাইতে বৌমার চীৎকার , “বুড়োবয়সে এত নোলা, মরেও না।”
পার্কের বেঞ্চিতে বসে রূপকবাবু পকেট থেকে ঘুমের ওষুধগুলো বার করলেন। গতরাতে পাতে পড়েছিলো ভাত আর চচ্চড়ি, অথচ মাংস রান্নার সুঘ্রাণ পেয়েছিলেন। একটু ভাত চাইতে বৌমার চীৎকার , “বুড়োবয়সে এত নোলা, মরেও না।”
সূর্য উঠছে,
আকাশটা লাল, ওষুধগুলো রেখে মোবাইলে ছেলেকে ফোন করেন হঠাৎ, “২৪ ঘন্টার মধ্যে আমার
বাড়ি খালি করে দেবে, নিজের টাকায় নিজে চালিয়ে নেবো। খবরদার আমাকে বিরক্ত করবে না।”
ভোর বড় মোহময়, বাঁচতে সাধ
হয়।
------------------------------ ------------------------------ ----------------------
ডিমের ঝোল (অণু গল্প)
বিষয় ফিরে দেখা।
দ্বিতীয় স্থান
ঋতুপর্ণা রুদ্র
শব্দ সংখ্যা ৫০
ডিমের ঝোল (অণু গল্প)
বিষয় ফিরে দেখা।
দ্বিতীয় স্থান
ঋতুপর্ণা রুদ্র
শব্দ সংখ্যা ৫০
আমেরিকানিবাসী দুই বোন আজ
খেতে আসছে রুমার বাড়ি। প্রায় দশ বছর পরে ফিরেছে ওরা। মেনু কি করবেন চাইনিজ না
মোগলাই ভাবছেন রুমা।
খেতে বসে বোনেরা অবাক।
কাঁসার থালায় ভাত, সুক্ত, ছ্যাঁচড়া, ডাল, বড়িভাজা, চাটনি আর হাফডিমের ঝোল। সাধারণ
ভাবে শাড়ি পরা দিদির মুখে মায়ের আদল। আবেগে অশ্রুতে ফিরে দেখা ছোটবেলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন