পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

সোমবার, ৮ অক্টোবর, ২০১৮

সূপর্ণা মিত্র





 ভারচুয়ালি ইয়োরস
           _______________


বিশ্বাস ভেঙে যায় নাগরিক সংঘাতে
আঁকা ছবি ছায়া হয় আনমনা কবিতাতে।
মেঘ ফুল বৃষ্টিরা প্রলেপের গান গায়
তুমি আমি ঠকে যাই শিকারীর মৌতাতে।।

সমব্যাথী কিছু লোভ লুকোয় ধারালো নখ
প্রতি রাতে নীল চ্যাটে হারছে মূল্যবোধ।
জীবনের সংঘাতে ক্লান্তিরা মন চায়
বুদ্ধিজীবিরা করে সুবিধার সম্ভোগ ।।

রুপকথা বাস্তবে হয়না তো সত্যি
চোখ বুজে কালোটাকে সাদা ভাবা দোষ কি?
কম্বিনেশন আর পারমোডেশনে ভাসো
ইন্দ্রিয় দিয়ে মোছো মানবিক মুক্তি ।।

সবকিছু ছাই হলে নাভীমূল জল চায়
যে হাতের স্পর্শতে কান্না সাগর পায়,
বড় চেনা কোণটাতে নেই কোনো শিহরণ
তবুও তো সেই সুর বলে , তুই ফিরে আয় ।।
-------------------------------------------------------------
                     
                       হয়তো
                    ------------------
                 সূপর্ণা মিত্র
হয়তো আরো বছর কুড়ি পরে
যখন স্মৃতি মেঘলা আকাশ ছোঁবে
মাথার চুলে মেঘ আসবে নেমে
তিস্তা আবার হটাৎ ব্যাকুল হবে

হয়তো তখন বলিরেখার ভাঁজ
মনের ভেতর বৃষ্টি ভেজা পথে
ঝাপসা চোখে পিছল কিছু ছবি
আঁকড়ে ধরা সময় শূণ্য হাতে

হয়তো জীবন নিরুদ্দেশের বাঁকে
খুজবে আবার স্বপ্ন মাখা চোখ
কাঁপা হাতের দূরত্ব ছাড়িয়ে
বলবে , আজ ভিষণ বৃষ্টি হোক

পিছল পথে হোক না সেদিন দেখা
আমি না হয় একটু অসাবধানী
বলিস আবার , বদলাবিনা মোটে?
বছর কুড়ি , তিস্তা সে আর আমি
----------------------------------------------

                    মেঘ ছোঁয়া
                   -------------------

                    সূপর্ণা মিত্র

জানলার কাচে গড়িয়ে পড়ছে অনুরাগী কিছু জল ,
কুয়াশায় ঢাকা স্বপ্নরা দুটো হাত ধরে বলে , চল ।
পাইনের বনে ছুঁয়ে থাকা সাদা মেঘেদের আলপনা ,
মন খারাপের চাদর জড়ানো নৈ:শব্দকে জানা ।
ছুটে চলা কিছু সময়ের নুড়ি ভাঙছে পাথুরে ঢাল ,
হিমেল হাওয়ার রোমাঞ্চ বোনে কোনো গল্পের জাল।।

ভেজা রাস্তার আদ্রতা মেখে আবছায়া কিছু ভাষা ,
পাহাড়ের ঢালে মেঘের আড়ালে টুপটাপ ঝরা আশা।
চায়ের  বাগানে সবুজ গালিচা চোখের নিমেষে খাদ ,
পাকদন্ডীর ঘোরানো সিঁড়িতে আনন্দ অবসাদ ।
আকাশ কোথাও ছুঁয়েছে পাহাড় কোথাও পাহাড়ী নদী ,
দু হাত বাড়িয়ে  মন ছুঁতে চায় ফেলে আসা কোন ছবি ।।

ছবি আঁকা থাক মন ক্যানভাসে অপূর্ণ কিছু চাওয়া ,
চায়ের ভাঁড়ের ধোঁয়ার আড়ালে অচেনাকে ফিরে পাওয়া ,
পথ পড়ে থাকে ফিরতি জীবনে কূয়াশা মাখানো স্মৃতি ,
মেঘের পালক রামধনূ মেখে  লেখে শেষ কোন চিঠি ।।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন