বন্দর
কি ভেবেছো, দু'পাতার শব্দছন্দ নতুন গৃহসজ্জার আলেখ্য নয়?
নিস্তব্ধতা ভরিয়ে দিতে পারে না একটা শরীরের নির্নিমেষ চাওয়া?
রাতের কালো একেবারেই কি খুঁজে আনতে পারে না মধুমালতী?
আচ্ছা সত্যি করে বলো তো,
আজও কি চোখে পড়ে নি সেই কমলা ছাত্রীর আড় চাহনি?
কি জানো, পালাতে গিয়ে উন্মাদ হয়েছ।
জঠরে বাসা বেঁধেছে লোভের ভ্রূণ।
কসম খেয়ে বলো তো,
জাহাজে চেপে কি মনে হয়,
বন্দরে ডুবে যাওয়া ঘুমের খবর নাবিক রাখে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন