#সুপর্ণাদের_একদিন_প্রতিদিন -------------------------------------------- কতোকিছুই নিজের নয় তবু নিজের বলে ভ্রমে বিভ্রমে কেটে যায় দিন, কে যেন বলেছিলো একটা শরীর শরীর তাপ লাগে সেই উৎসাহে গরম জামার নীচে লুকিয়ে রাখি শীত হাত বাড়িয়ে পেড়ে নিই নিভে আসা ধোঁয়ার চিনেকাপ ধূলোমাখা বই হাতে শুকনো মাটির আহত সংকেতে দেখি আলোর প্রমিতি নিভে যাবার আগে ছড়িয়ে থাকে তাচ্ছিল্যের মায়া জানিনা সূর্যেরও কি শরীর আছে ? সময় এগোয় কমলালেবু রোদের লোভে কিন্তু সকাল কখন দিন হয়ে যায় দিন একদিন হয় সেদিন সন্ধ্যে কখন সে-রাতের স্মৃতি হয়ে নীল নীল ক্ষতদের ঢেকে দেয় বাহারি ব্ল্যাঙ্কেটে আমাদের ভিতরঘর নেই গোলমরিচের মতো অন্ধকারে কেবল ঘরের ভিতরে দেখি অনুযোগহীন 'বড়দিনের' কাছে গোটা শীতকাল জমা রেখেছেন একলা ভাস্কর দেখছেন কিভাবে পাতা ঝরে যায় বেপরোয়া সুপর্ণাদেরও .....
পৃষ্ঠাসমূহ
▼
পৃষ্ঠাসমূহ
▼
সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮
পিয়ালি বসুঘোষ,
#সুপর্ণাদের_একদিন_প্রতিদিন -------------------------------------------- কতোকিছুই নিজের নয় তবু নিজের বলে ভ্রমে বিভ্রমে কেটে যায় দিন, কে যেন বলেছিলো একটা শরীর শরীর তাপ লাগে সেই উৎসাহে গরম জামার নীচে লুকিয়ে রাখি শীত হাত বাড়িয়ে পেড়ে নিই নিভে আসা ধোঁয়ার চিনেকাপ ধূলোমাখা বই হাতে শুকনো মাটির আহত সংকেতে দেখি আলোর প্রমিতি নিভে যাবার আগে ছড়িয়ে থাকে তাচ্ছিল্যের মায়া জানিনা সূর্যেরও কি শরীর আছে ? সময় এগোয় কমলালেবু রোদের লোভে কিন্তু সকাল কখন দিন হয়ে যায় দিন একদিন হয় সেদিন সন্ধ্যে কখন সে-রাতের স্মৃতি হয়ে নীল নীল ক্ষতদের ঢেকে দেয় বাহারি ব্ল্যাঙ্কেটে আমাদের ভিতরঘর নেই গোলমরিচের মতো অন্ধকারে কেবল ঘরের ভিতরে দেখি অনুযোগহীন 'বড়দিনের' কাছে গোটা শীতকাল জমা রেখেছেন একলা ভাস্কর দেখছেন কিভাবে পাতা ঝরে যায় বেপরোয়া সুপর্ণাদেরও .....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন