পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

শনিবার, ২২ জুন, ২০১৯

মঞ্জু বন্দ্যোপাধ্যায় রায়




গা ছমছম 


মায়ের কথা বড্ড মনে করিয়ে দেয়
একটা অন্ধকার রাত আর আলসেমি।
একটু বেশি ঘুমালেই কান বরাবর সেই বাণী
লেখাপড়ায় গাফিলতি ,ভুত ভবিষ্যৎ অন্ধকার।

সব কথা দাগ না কাটলেও 
ভুত আর অন্ধকারের একটা তুতো সম্পর্ক 
আজও টের পাই।

অবিরাম শ্রাবণ ধারায় দেখা হলো তার সাথে 
কথা হলো , কুশল বিনিময় সাথে স্মৃতি রোমন্থন।
মনটা বেশ ফুরফুরে কত কথা দেয়া নেয়া
কত ভাব ভালোবাসা মুখোমুখি ।

জোৎস্না ভেজা ছাদের কার্নিশে ঝুলছে সাদা কাপড় ।
হাস্নুহানার গন্ধে মুখ লুকিয়েছিলাম তার বক্ষে 
রাত যেন শেষ না হয় চারিদিক থমথমে।
অগণিত তারা গেছে নির্বাসনে 
বার্তা পাঠিয়েছে  শীতল প্রেম।
আর  সেই প্রেম পাহারায় ভেসে গেছে কলঙ্কিত চাঁদ।

দূরে এক কবর খানা থেকে ভেসে আসছে 
মিষ্টি আতরের গন্ধ ।
সেই গন্ধে টলমলে মাথায় জড়িয়ে ধরে বলি 
যেও না , যেও না ....
চিৎকারে গলা শুকিয়ে কাঠ, ভাঙা ঘুমে খুঁজে চলি 
কোথা  গেলো , কোথা গেলো 
দেহ চলে না, গা ছমছম , ধুম জ্বর......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন