এই সপ্তাহের কবি সোহেল ইসলাম।জন্মঃ ১৯৮৫ ১লা মে । ২০০১ থেকে লেখা শুরু। প্রথম লেখা ব্যাক্তিগত না পাওয়া থেকে।তারপর দেখেছেন শুধু নিজে নয় হাজার হাজার মানুষ না পাওয়ার পুকুরে গলা জলে ডুবে যাচ্ছে,ডুবে আছে, তাদের কাছে নিজেকে দাঁড় করানোর জন্য লেখা। কবির মতে লিখলে ,না বলা গুলো, না বোঝাতে পারা গুলো বলতে পারেন। কবিতা প্রসঙ্গে তিনি আরও বলেন, "সবাই প্রতিরোধ শিখুক,প্রতিবাদ শিখুক,নিজের দাবি নিজেরাই জানাতে শিখুক।কেউ কারুর কান্না কেঁদে দেয় না।রাজস্থানের গ্রামে রুদালি ভাড়া পাওয়া যায়,কিন্তু আমাদের রুদালি আমরাই হব।কাউকেই এক ছটাক জমি ছাড়বো না।" প্রিয় কবিঃ রঞ্জন আচার্য। প্রিয় বই : সম্পর্ক। প্রকাশিত কাব্যগ্রন্থ - আব্বাচরিত(প্রথম প্রকাশ : নভেম্বর, ২০১৮।দ্বিতীয় প্রকাশ : এপ্রিল,২০১৯ প্রকাশক : নাটমন্দির)।লেখা 'উত্তর দক্ষিণ' পত্রিকাতে শুরু,আজও সে পত্রিকার সঙ্গেই জড়িয়ে আছেন।আসুন পড়ি তার কবিতা I
খুব সুন্দর স্যার,, এভাবেই লিখে যান
উত্তরমুছুনভালোবাসা নিও
মুছুনখুব ভালো লাগলো । আলো আরো ছড়িয়ে পড়ুক ।
উত্তরমুছুনধন্যবাদ পাগল
মুছুনখুউব সুন্দর ।সম্পর্ক তো এমনই। বাউণ্ডুলে। ঘরও চায়, আবার বাঁধনেও হাঁপিয়ে ওঠে।প্রতিটা লেখা খুউব সুন্দর হয়েছে সোহেল।
উত্তরমুছুনভালোবাসা নিও
মুছুনদারুন লাগল, নতুন লেখা
উত্তরমুছুনআনন্দ হচ্ছে এই ভালোলাগায়
মুছুনদারুন
উত্তরমুছুনভালোবাসা
মুছুন১,৩, ৫ দারুণ লাগলো। বাকিগুলো ভালো।
উত্তরমুছুনতবে তোমার কাছে বিষ্ফোরণ এর প্রত্যাশা করি। - কৌস্তুভ কুন্ডু
বিষ্ফোরণের আগে জ্বলে ওঠার প্রয়োজন,সেটাই যে পারছি না পার্থ,ভালোবাসা নিও,তোমার কথা মনে রাখব
মুছুনখুব ভালো লেগেছে সোহেল। ভালো থেকো।
উত্তরমুছুনভালোবাসা নিও,তুমিও ভালো থেকো
মুছুনখুব ভালো লেগেছে। শুভেচ্ছা সোহেল।
উত্তরমুছুনচমৎকার লেখা। মায়াবী হলেও বড় রক্তমাংসের এই লেখা। এই লেখার ধারাটি গভীর পরিণতির দিকে যাবে। আমার মন বলছে। আরে একটু বেশি লেখো। আমরা তো কতদিন অপেক্ষায় আছি।
উত্তরমুছুনপঙ্কজ দা তোমার মতামত মানেই তা দিঘির মতো গভীর।সব কিছু হচ্ছে শুধু নিজের লেখাটাই হচ্ছে না।অবশ্যই আরও বেশি লেখার চেষ্টা করব।ভালোবাসা নিও।
মুছুনআচ্ছন্ন হলাম। টুপি খুললাম।
উত্তরমুছুনখুবই সুন্দর।
উত্তরমুছুন"মাঝের গর্ত ভরে যাক জলে
তখন না হয়
সাঁতার কেটে এক হওয়া যাবে"
আবার এই লাইনটা
"দশভূজা,তখন তুই কোন আসনে
আমাকে খুঁজিস ?"
বোঝাই যায় ক্রমশঃ নিজেকে ভাঙে নতুন করে তুলে ধরার চেষ্টা।
শুভেচ্ছা।
আরো ভালো কিছু লেখার জন্য।