পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

সোমবার, ২১ জুন, ২০২১

অনিন্দ্য পাল

                                                        



                                





 বর্ষাজন্ম //

================== 
গ্রীষ্মের শরীরের মধ্যেই বেড়ে উঠতে চায় 
মেঘশিশু-- 
উদভ্রান্ত ক্ষোভ থেকে নিংড়ে নিতে চায় 
এক আশ্চর্য বজ্র-বিদ্যুৎ 
এবং উষ্ণতার আলপথ পেরিয়ে 
আদর আর অন্ধকারের পুকুরে ডুব দিয়ে 
বিবর্তিত হয় স্তরীভূত মমতায়-- 
বাতাস খুঁড়ে নেমে আসা সিঁড়ি বেয়ে নেমে আসে 
জন্মান্তরের ত্রিমাত্রিক ইতিহাস 
তারপর শুধু ভিজে যাওয়া 
শুধু ভিজে যাওয়া আর মিশে যাওয়া 
নিশ্চিন্ত ভালোবাসায় তলিয়ে যাওয়া 
ঋতুমতী পৃথিবীর আদর-গহ্বরে... 
==============================

মৃত্যুর আবিষ্কার // অনিন্দ্য পাল 
====================
এত মৃত্যু! হিসেব করে আসিনি তবু স্বপ্নে 
শ্মশান দেখিনি এখনও, কয়েকটা রঙিন ফুল 
ফুটে ওঠে। তাদের চামড়ায় লেখা থাকে 
আগুনের ছদ্মনাম : 
আগুন কারও মা হতে পারে না 
আগুন কারও বাবা হতে পারে না 
আগুন কারও সন্তান হবে না কখনো 
অথচ আমার স্বপ্নে আগুনের গর্ভে বেড়ে ওঠে 
রোজ-- 
বহুমাত্রিক সবুজের মহাকাব্য! 

মৃত্যু কোনো জ্যোতিষীর নাম নয় 
মৃত্যু বরং প্রকৃতির সেই অমোঘ ফুল 
যার গন্ধে মিশে থাকে চলে যাবার ফেরোমেন 

মৃত্যুকে কি বলা যায়, গাঢ় উপসংহার? 
মৃত্যুর কলম যদি থেমে যায় পর্দার এপারে 
যদি মৃত্যুরও ঘনিয়ে ওঠে চূড়ান্ত শেষ সময় 
তবে, হাসালে জীবনের দেবতা --- 
তোমার হাতে আসলে পড়ে আজে কিছুটা 
উদ্বায়ী সময় ... 
==============================

ঝড়ের সঙ্গে সেলফি// অনিন্দ্য পাল 
=====================
ছোট্ট মেয়েটা ঝড় ভালোবাসে 
বৃষ্টিও ওর খুব প্রিয়, 
কিন্তু ও শুধু দেখে চারপাশে ভয় আর কান্না 
ছোট্ট মেয়েটা, একটা সেলফি নিও! 
ছোট্ট মেয়েটা ঝড় ভালোবাসে 
ও কখনো দেখেনি ছাউনি উড়ে যাওয়া 
ও জানে না তছনছ ধ্বংসের ডাস্টবিনে দাঁড়িয়ে 
আকাশ দেখতে ভালো লাগে না। 
ছোট্ট মেয়েটা ঝড় আর বৃষ্টি বড্ড ভালোবাসে 
ও কখনো দেখেনি একবুক জলে দাঁড়িয়ে 
গামছা পেতে চিড়ে-গুড় নেওয়া 
ওর চোখের সামনে কখনো ভেসে যায় নি 
স্তন পানরত উলঙ্গ শিশু ... 

ছোট্ট মেয়েটা ঝড় ভালোবাসে বৃষ্টিও ওর খুব প্রিয় 
ওকে যেন কখনো বাঁধের পাশে ঘর বাঁধতে না হয় ... 
==============================

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন