পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

সোমবার, ২১ জুন, ২০২১

কৌশিক চক্রবর্ত্তী

                                             


 বর্ষানগর


এই আকাশের নীল রং চেয়ে খুঁজব বৃষ্টিদিনে
থরে থরে কিছু অজানা শিশির বেছে নেব ঠিক চিনে

ঘর থেকে আজ অঝোর শ্রাবণে ভেজাব নিজের ছবি
আর কেউ নয়, বৃষ্টিফোঁটারা মনপ্রিয় বান্ধবী

ঘন কুয়াশায় আঁকা হলে নদী পাহাড় হয়েছে ম্লান
জমা জল থেকে তুলে নেব সেই স্বপ্নের সন্ধান

মন বলে আজ ভিজব অঝোরে খেলিয়ে চাঁচর চুল
শ্রাবণের কাছে জমা হবে সব জাহাজের মাস্তুল

হেঁটে যাই যদি শরীর ভেজাতে ক্ষণিকের সম্পাত
ছিঁড়ে গেছে সব প্রেমের আদলে রাঙিয়েছি দুই হাত

মেঘের দেয়ালে এঁকেছি ছায়াকে লুকিয়ে নিয়েছি চোখ
ভিজে আয়নায় বসিয়েছি সেই শ্রাবণের সম্ভোগ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন