পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

সোমবার, ২১ জুন, ২০২১

শর্মিষ্টা দত্ত

                                         



স্পর্শসুখ 



তোমার ছোঁয়াতেই পলকে মেঘ জমে 
তুমুল নিদাঘেও  নামে শ্রাবণ 
ঈশানকোণে দেখি আকাশে ঘনঘটা 
শান্ত নদীজলে  ঘোর প্লাবন 

তোমার ছোঁয়াতেই এ মরুপ্রদেশেও 
পলকে ঝরে পড়ে বৃষ্টিসুখ 
সান্ধ্য মেহফিলে মিঞা-কি-মল্লারে  
সুরপিয়াসী এই মন উন্মুখ

তোমার ছোঁয়াতেই উপোসী রাতে বুনি  
রঙিন স্বপ্নের ইন্দ্রজাল 
নিবিড় আশ্লেষে তোমাকে ছুঁয়ে ঠিক 
পেরিয়ে যাবো এই ক্রান্তিকাল

(২)
উপশম

খিল দেওয়া এই ভিতরঘরে মনখারাপের 
আরশিতে 
মুখ দেখতে গিয়েই দেখি জল জমেছে 
শার্সিতে  
বদ্ধ ঘরের দেওয়াল জুড়ে অগ্নিশিখার 
তাণ্ডবে 
পুড়ছে আমার আশিরনখর স্বস্ত্যয়নের 
গৌরবে 
বাইরে তখন মেঘবালিকা গান ধরেছে 
ঝাঁপতালে 
ঘুঙুরবোলে বৃষ্টিফোঁটা জানলাকাচের 
আবডালে 
হঠাৎ দেখি শার্সি বেয়ে গড়িয়ে আসা 
বৃষ্টিজল 
জুড়িয়ে দিল দহনজ্বালা ঘর জুড়ে আজ 
মেঘাঞ্চল

(৩)
মেঘঋণ 

অস্থির বৃষ্টির 
    কুহেলী সুনিবিড় 
         তাই তো রিমঝিম 
                বাউল দিন 

মেঘজল সম্বল 
     আকাশে টলোমল 
         বিন্দু সঞ্চয়
                আকাশ ঋণ 

ঝড় হোক নাই হোক 
     আকাশও বীতশোক 
          মেঘলা মন গায় 
                স্মৃতির গান 

মল্লার বিস্তার 
      আবহে বাজে কার 
           রাত্রি ভর সুর
                বেহাগ তান

1 টি মন্তব্য:

  1. বর্ষার আগমন কবি মনে যে বিচিত্র অনুভব সৃষ্টি করে, তারই অনন্য প্রকাশ মুগ্ধ করে আমাদের। এ অনূভুতি সঞ্চারিত হয় সবার অন্তরে।

    উত্তরমুছুন