পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

সোমবার, ২১ জুন, ২০২১

পলাশ দাস

                           




বর্ষাতি

১.

বর্ষা আসলেই দেখি

মাদুরের গায়ে মুখ তোলে সাদা তুলো

যাদের উপস্থিতি খুব ক্ষণস্থায়ী

হাত ছোঁয়ালেই

২.

কিছু মলাট বিহীন বই নিয়ে ঘুরে বেড়াই এখনও

দগদগে ঘা-য়ের মত পৃষ্ঠা ওড়ে

আর

কালকের দিনের কথা মনে পড়ায়

৩.

হাঁটার পথ জল ঢেকে নিলে

আমরা জল পার হয়ে যায়

পা ঠেলে ঠেলে

দুঃখ তেমনই

পা ঠেলা অভ্যাস রাখা চাই

৪.

সবাই দেখছে এতো ঝড়ের পরও

গাছটা দাঁড়িয়ে

সব ঠিক

এই তো আবার দুলছে হাওয়ায়

কিন্তু ওর পাতায় যে অসংখ্য ক্ষত

দেখছে না কেউ

ঠিক,আমাদের টেনে চলা ভ্যান চালক

৫.

খুব জোরে বৃষ্টি হলে

টালির ফাঁক গলে জল নামে মেঝেয়

জল টুপ টুপ

দেয়াল বেয়েও খানিক নেমে আসে জল

প্যান্ট গুটিয়ে নিই

এটাই করণীয় পায়ের পাতা ভিজে গেলে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন