পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

সোমবার, ২১ জুন, ২০২১

বাসব রায়

                    




একই প্রতিচ্ছবি 




দূরত্ব যতোই হোক 
ভালোবাসার মানুষকে ভুলে থাকা যায় না 
মনটা একটা যাদুর আয়না 
ইচ্ছে হোক বা নাহোক সেলুলয়েডের পর্দায় ভেসে ওঠা চাই-ই , চাই ৷ 

শরীর পুরনো হয় 
জ্বরাক্রান্ত বুকের ধকল পেরিয়েও 
আয়নার দখলে যুবক আমিটা ধরা পড়ে 
একই অতীত ডাকখামে সুগন্ধি ছড়ায় বারবার ৷

ইচ্ছে করেই একদিন ভুল মানুষ সাজলাম 
হাজার লোকের ভিড়ে তখন ছদ্মবেশী আমি 
ব্রজধাম থেকে অনেকদূরের যাত্রী আমি 
ব্রহ্মাণ্ডের বিস্তারিত জানতে মরিয়া -- 
কর্মক্লান্ত হৃদয়জুড়ে তখনও সেই পুরনো আয়না আর একই প্রতিচ্ছবি ! 
Attachments area

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন