আমার শূন্যতা
আমার শূন্যতার মাঝে এক গভীর হ্রদ আছে
কখনও হ্রদের জল উছলিয়ে ওঠে, বানভাসি হয়
কখনও হ্রদের দুধ উথলে উঠে পাত্রে পোড়ার দাগ ছেড়ে রেখে
গড়িয়ে গড়িয়ে কোথায় যে যায়…
কখনও হ্রদের কোলা বুড়বুড়ি কেটে মিইয়ে যেতে চায় নিজের অন্তরে
আমার শূন্যতার ভেতরে এক মাছ থাকে
ঘাই মারে আর ঘাই মারে গভীর অতলে
বঁড়শির ঝুলে পড়া দেখতে দেখতে
টোপের চারপাশে নিঃস্পৃহ মুখে সাঁতড়ে বেড়ায়
আমার শূন্যতার এক দ্বীপ আছে
রাত্রি গভীর হলে নোনা জলে ডুবে গিয়ে
আচমকা ধুয়ে দেয় চোখের প্লবতা।
প্রথমবার পড়ে একটু থিয়েট্রিকাল লাগল অ্যাপ্রোচটা।
উত্তরমুছুনকিন্তু আরো দু-তিনবার পড়লাম, কিছু লাইন স্পর্শও করল। মনে হয়, নারীমন অনেক বেশি রিলেট করতে পারবে। অনুভব করতে পারবে এর ভেতরে ফুটে ওঠা অপূর্ণতা, সহ্য-ক্ষমতা আর প্রত্যাশা/প্রত্যাশাহত হওয়ার ঊর্দ্ধমুখী শেকড়গুলো।
পড়লে বলে ভাল লাগল।
মুছুন