হেরো
যদি ফিরতেই হয়,
ভুলের লোকগীতি শুনতে শুনতে আসব।
পথের ঐতিহ্যকে প্রাধান্য দেব নাহ।
শুধু শুনব,
মনের চুড়ান্ত প্রশিক্ষণ, কীভাবে
বিশ্বাসযোগ্যতাকে ছাপিয়ে যায়।
যদি লিখতেই হয়,
তবে শব্দের হাট-বাজার ঘুরে আসব।
দামের মূল্যায়ন করব নাহ।
শুধু দেখব,
কথার বিজ্ঞপ্তিতে অক্ষরের শাষণ ও তোষণ
যদি লড়াই করতেই হয়,
ভণ্ডামির মুখোশ পড়ব নাহ।
কুরুক্ষেত্র নয়; জালিয়ানওয়ালাবাগের
মৃতদেহে সোনার কাঠি ছুঁয়ে দেব।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন