পৃষ্ঠাসমূহ

পৃষ্ঠাসমূহ

রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

কৌশিক চক্রবর্তী

                   



সম্মতিসূচক




অজ্ঞাত শরীরে আমি মাথা নেড়ে বললাম 'হ্যাঁ'

তুমি পিছিয়ে গেলে আমারও নিজেকে বাসাহীন মৌমাছি মনে হয়

মোম সংগ্রহে গিয়ে শ্রেণীবদ্ধ ঘাম খুঁটে আনি

আমার মুখের দিকে যতবার আলো দিয়ে রাত এঁকেছ তুমি

আমি সম্মতি জানিয়েছি। বলেছি 'হ্যাঁ'।


বুকের সামনে দাঁড় করিয়েছি রঙিন আয়না

প্রতিচ্ছবিকে বুঝিয়েছি তোমার প্রয়োজনীয়তার কথা

যতবার মুখ তুলে আমার চোখে চোখ রাখতে চেয়েছে সে

আমি ঘাড় নেড়ে বলেছি 'হ্যাঁ, 'হ্যাঁ'


পঞ্চ ইন্দ্রিয় ঘিরে স্থায়ী হয়েছে কৌতুহল

উল্লম্ব কাচ বরাবর যতগুলো ভালোবাসার চিহ্ন উড়িয়েছ তুমি

সবগুলো শুষে নিয়েছে সেইসব দৃষ্টিহীন আয়নারা

সমস্ত আদর চিহ্ন এঁকে কাচটা ভেঙে পড়বার সময়ও আমি সম্মতি জানিয়েছি

বলেছি 'হ্যাঁ'


তুমি কি শুনতে পেয়েছ সেই প্রশস্তিসূচক?

1 টি মন্তব্য: